সরকারি চাকরিতে প্রবেশ: পুরুষ ৩৫ ও নারীদের ৩৭ বছর নির্ধারণ করে সুপারিশ

0
103
সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা পুরুষদের জন্য ৩৫ বছর ও নারীদের জন্য ৩৭ বছর নির্ধারণ করে সুপারিশ

সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা পুরুষদের জন্য ৩৫ বছর ও নারীদের জন্য ৩৭ বছর নির্ধারণ করে সুপারিশ করেছে এ সংক্রান্ত কমিটি। তবে অবসরের বয়সসীমা নিয়ে কোনো সুপারিশ করেনি কমিটি। রোববার (১২ অক্টোবর) সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

ইতোমধ্যে এই প্রতিবেদন প্রধান উপদেষ্টার দফতরে জমা দেয়া হয়েছে। উপদেষ্টা পরিষদের সভায় আলোচনার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।

এর আগে, গত ৩০ সেপ্টেম্বর সরকারি চাকরিতে আবেদনের বসয়সীমা নির্ধারণের সার্বিক বিষয় পর্যালোচনা করে সুপারিশ করতে একটি কমিটি গঠন করে সরকার। কমিটির প্রধান হিসেবে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মুয়ীদ চৌধুরী ও সদস্য সচিব হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জৈষ্ঠ্ সচিবকে রাখা হয়। পরবর্তী ৭ দিনের মধ্যে কমিটিকে সুপারিশ সম্বলিত প্রতিবেদনও দিতে বলা হয়।

বর্তমানে সরকারি চাকরিতে প্রবেশের সাধারণ বয়স ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধার সন্তান কোটাধারীদের আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.