সচিবালয়, যমুনা ও আশপাশে সভা-সমাবেশে ফের নিষেধাজ্ঞা, বাদ গেল শাহবাগ

0
19
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সচিবালয়, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও আশাপাশের এলাকায় সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করে আবারও গণবিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার (১০ মে) এই গণবিজ্ঞপ্তিটি জারি করা হয়। তবে নতুন এই গণবিজ্ঞপ্তিতে শাহবাগ এলাকাকে নিষেধাজ্ঞার আওতার বাইরে রাখা হয়েছে। পাশাপাশি অফিসার্স ক্লাব এলাকাকে আওতাভুক্ত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বসাধারণের অবগতির জন্য জনশৃঙ্খলা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে শনিবার (১০ মে) থেকে বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও আশপাশের এলাকায় (হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, কাকরাইল মসজিদ মোড়, অফিসার্স ক্লাব মোড়, মিন্টু রোড) যে কোনো প্রকার সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হলো। পরবর্তী নির্দেশ দেয়া পর্যন্ত এউ আদেশ বলবৎ থাকবে বলেও গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে, গত ১৩ মার্চ বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন (যমুনা) ও আশপাশের এলাকায় (হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, শাহবাগ মোড়, কাকরাইল মোড়, মিন্টু রোড) যেকোনও প্রকার সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করে (ডিএমপি)।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.