সচিবালয়ে সেনা-পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ শিক্ষার্থীরা

0
38
বিক্ষোভরত শিক্ষার্থীদের সচিবালয় থেকে ছত্রভঙ্গ করেছে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা।
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল পুনরায় প্রকাশ এবং এ সংক্রান্ত ত্রুটি সংশোধনের দাবিতে বিক্ষোভরত শিক্ষার্থীদের সচিবালয় থেকে ছত্রভঙ্গ করেছে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা।
 
প্রথমে তাদের সরে যেতে অনুরোধ করেছিল পুলিশ ও সেনাসদস্যরা। কথা না শুনে বিশৃঙ্খলা শুরু করায় তাদের ধাওয়া দেয় দুই বাহিনী। এরপর যে যার মতো পালিয়ে যান।
 
বুধবার (২৩ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সরেজমিনে ঘুরে এমন চিত্র দেখা গেছে।
 
এর আগে, বিকেল ৩টায় ফলাফল বাতিল ও পুনরায় মূল্যায়নের দাবিতে সচিবালয়ে ঢুকে পড়েন শতাধিক শিক্ষার্থী। পরবর্তীতে ৬ নম্বর ভবনের সামনে বিক্ষোভরত শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
 
এমন পরিস্থিতিতে সচিবালয়ে দায়িত্বরত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এ শিক্ষার্থীদের সঙ্গে আলাপ করে স্লোগান বন্ধ ও শান্তিপূর্ণ আলোচনার আহ্বান জানান। কিন্তু শিক্ষার্থীরা কথা না শোনায় শেষ পর্যন্ত তাদের ধাওয়া দেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
 
পরে শিক্ষার্থীদের সঙ্গে কথা হলে তারা বলেন, আমরা সমতার ভিত্তিতে ফলাফল চাই। বোর্ড থেকে কাউকে ভালো ফলাফল দেওয়া হয়েছে আর কাউকে কম। অথচ আমরা ভালো লিখেছি। আমরা চাই দ্রুত সময়ে এ ফলাফল বাতিল করে বঞ্চিতদের পুনরায় মূল্যায়ন করা হোক।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.