সচিবালয়ের সামনে ৪৩তম বিসিএসে বাদ পড়া ২৬৭ জন

0
13
বাদ পড়া ৪৩তম বিসিএসের চাকরিপ্রার্থীরা।
অন্তর্ভুক্তির দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন থেকে বাদ পড়া ৪৩তম বিসিএসের চাকরিপ্রার্থীরা।
 
বুধবার (১ জানুয়ারি) দুপুরে সচিবালয়ের ১ নম্বর গেটের সামনে অবস্থান নেন তারা। এ সময় বাদ পড়ার কারণ জানতে চান এবং অন্তর্ভুক্তির দাবি জানান তারা।
 
জানা গেছে, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশ পাওয়ার পর দ্বিতীয় প্রজ্ঞাপনে তারা কেন বাদ পড়েছেন—এর কারণ জানতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে গেছেন। এ সময় প্রজ্ঞাপনে আবারও অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন তারা।
 
৪৩তম বিসিএসে নিয়োগের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৫ অক্টোবরের প্রজ্ঞাপন বাতিল করে গত ৩০ ডিসেম্বর নতুন করে আবার প্রজ্ঞাপন জারি হয়। নতুন প্রজ্ঞাপনে বাদ পড়েন ১৬৮ জন।
 
এর আগে এই বিসিএস থেকে চূড়ান্ত সুপারিশ পাওয়া ২ হাজার ১৬৩ জনের মধ্যে থেকে বিভিন্ন ক্যাডারে ৯৯ জনকে বাদ দিয়ে ১৫ অক্টোবর প্রজ্ঞাপন করে নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার।
 
সবশেষ প্রজ্ঞাপনের পর ৪৩তম বিসিএস থেকে মোট ২৬৭ জন বাদ পড়েছেন। পরীক্ষার সব প্রক্রিয়া শেষে ২০২৩ সালের ২৬ ডিসেম্বর চূড়ান্ত নিয়োগের সুপারিশ করেছিল পিএসসি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.