শ্রীলঙ্কাকে হারিয়ে বললেন নর্কিয়া, ‘বিনোদনদায়ী ম্যাচ হতে ২০টি ছক্কা লাগে না’

0
60
দক্ষিণ আফ্রিকা
টসে জিতেছে শ্রীলঙ্কাই। নিউইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং নেন লঙ্কান অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। কিন্তু মোটেই সুবিধা করতে পারেনি তাঁর দল। অলআউট হওয়ার আগে ১৯.১ ওভার ব্যাটিং করলেও তুলতে পারে মাত্র ৭৭ রান।
ছোট এই লক্ষ্য তাড়া করতে নেমে ৪ উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। লক্ষ্যে পৌঁছাতে খেলতে হয়েছে ১৬.২ ওভার পর্যন্ত। দুই দল মিলিয়ে ম্যাচে মোট ছক্কা মেরেছে ৬টি। সব মিলিয়ে লো স্কোরিং ম্যাচে লড়াইটা ভালোই হয়েছে। ম্যাচ শেষে দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার আনরিখ নর্কিয়াও সেটাই বলেছেন।
টি-টোয়েন্টি ক্রিকেট জমে উঠতে যে সব সময় চার-ছক্কার বৃষ্টি হতে হবে বা রানের ফোয়ারা ছোটাতে হবে—এমনটা মনে করেন না নর্কিয়া। ব্যাট-বলের তুমুল লড়াইও যেকোনো ম্যাচকে বিনোদনদায়ী বা উপভোগ্য করে তুলতে পারে বলে মনে করেন গতকাল ৭ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জেতা প্রোটিয়া পেসার।
ম্যাচ শেষে নর্কিয়া বলেছেন, ‘আমি তো মনে করি, ম্যাচটা দুর্দান্ত ছিল। আমার কাছে মনে হয়, বিনোদন ছিল। অনেক দর্শক হয়েছে। সবাইকে দেখা এবং মানুষের উল্লাস শোনা ছিল দারুণ। ক্রিকেটের জন্য দারুণ এক দিনই ছিল এটা।’
নর্কিয়া এরপর যোগ করেন, ‘আমি যদি ভুল করে থাকি, শুধরে দিয়েন। কিন্তু একটা ম্যাচকে বিনোদনদায়ী করে তুলতে যে ২০টি ছক্কা লাগবে, সব সময় বিষয়টা তা নয়। একটা ম্যাচে অনেক কৌশল থাকে, থাকে দক্ষতা। একটা ম্যাচকে বিনোদনদায়ী করে তুলতে ছক্কা থাকতে পারে। অথবা এটাকে ফাস্ট বোলার বা স্পিনাররাও বিনোদনদায়ী করতে তুলতে পারে। আমি মনে করি, ম্যাচটি ছিল অসাধারণ।’
নর্কিয়া এখানেই থামেননি। ম্যাচটি যে সত্যি অসাধারণ ছিল, সেটা বোঝাতে এরপর তিনি বলেছেন, ‘শেষে গিয়ে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচই ছিল এটা। আর একটা বা দুটি উইকেট পড়লে এটা অন্য রকমও হয়ে যেতে পারত। আমরা আরেকটু বিপদে পড়তে পারতাম।’ #দক্ষিণআফ্রিকা #everyone #explore #ক্রিকেট

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.