মাগুরার শ্রীপুর পাটক্ষেতে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। উপজেলার ৫ নং দ্বারিয়াপুর ইউনিয়নের চৌগাছি গ্রামে আজ বুধবার বেলা সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় জমির মালিকও আহত হয়েছেন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন- উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়নের চর চৌগাছি গ্রামের মৃত ছাদেক আলীর ছেলে শাহাদত আলী বিশ্বাস (৬০), জুলমত আলীর ছেলে মিজান শেখ (৫০) ও আছমত বিশ্বাসের ছেলে মোহাম্মদ আলী (৫৫)। এর মধ্যে মোহাম্মদ আলী চর চৌগাছি গ্রামে শ্বশুরবাড়ি থাকতেন। তার বাড়ি রাজবাড়ি বালিয়া কান্দির চরবিলা গ্রামে।
শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) লিটন কুমার সরকার এবং দ্বারিয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সবুর ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ইউপি চেয়ারম্যান আব্দুস সবুর বলেন, নিহত ৩ শ্রমিক চৌগাছি গ্রামের নজরুল বিশ্বাসের জমিতে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
এ সময় অপর প্রান্তে থাকা জমির মালিক নজরুল বিশ্বাস আহত হন। তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।