বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের সেবার মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, ‘রোগীরা মেঝেতে থেকে চিকিৎসা নিচ্ছেন। এ অবস্থার পরিবর্তন করতে হবে। আমরা চাই দেশের প্রত্যেক রোগী শয্যায় থেকে সম্মানের সঙ্গে চিকিৎসা সেবা পান। এটাই প্রধানমন্ত্রীর অঙ্গীকার ও নির্দেশনা।’
আজ বৃহস্পতিবার শেবাচিম হাসপাতাল, নির্মাণাধীন বিভাগীয় ক্যান্সার হাসপাতাল ও শহীদ সুকান্ত বাবু শিশু হাসপাতালের নির্মাণ কাজ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘শেবাচিম হাসপাতালে রোগীর চাপ অনেক বেশি। নতুন ভবনে মেডিসিন ইউনিট নেওয়া হয়েছে। তারপরও সেখানে বারান্দায় ও করিডোরে অনেক রোগী চিকিৎসা নিচ্ছেন। পুরনো ভবনের সবগুলো ইউনিটে তীব্র শয্যা সংকট চোখে পড়েছে। এই হাসপাতালের জন্য নতুন অবকাঠামো নির্মাণ ও শয্যা বাড়ানো একান্ত প্রয়োজন। আমরা হাসপাতালটির আধুনিকায়নের উদ্যোগ নিয়েছি।’
শহীদ সুকান্ত বাবু শিশু হাসপাতালের নির্মাণ কাজ পরিদর্শন শেষে তিনি বলেন, হাসপাতালটি চালুর জন্য নির্মাণ কাজ প্রায় সম্পন্ন হয়েছে। অল্প সময়ের মধ্যে বরিশাল অঞ্চলের শিশু ও মায়েদের জন্য উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করে ৪০০ শয্যার এই হাসপাতালটি চালু করা হবে।
ক্যান্সার হাসপাতালের নির্মাণ কাজ শেষ হলে বরিশাল বিভাগের রোগীরা উন্নত চিকিৎসা নিতে পারবেন জানিয়ে মন্ত্রী বলেন, ‘দেশের আট বিভাগে আটটি ক্যান্সার হাসপাতাল নির্মাণ করা হচ্ছে। এসব হাসপাতালের মাধ্যমে বিভাগীয় শহরে দেশের মানুষ উন্নত চিকিৎসা সেবা পাবে। আমরা দেশেই সব ধরনের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে চাই।’
হাসপাতালগুলো পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাশার মো. খুরশীদ আলম, শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম, জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।