দ্বিতীয় দিন বাংলাদেশের প্রথম ইনিংসের বয়স বেড়েছে মাত্র এক বল। দিনের প্রথম বলেই শরিফুল ইসলাম লেগ বিফোর হন। বাংলাদেশ ৩১০ রানেই আটকে যায়।
এরপর নিউজিল্যান্ড শিবিরে প্রথম ধাক্কা দিয়েছেন বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। নিজের প্রথম ওভারে কিউই ওপেনার টস ল্যাথামকে আউট করেছেন তিনি। পরেই ডেভন কনওয়েকে ফিরিয়েছেন মেহেদী মিরাজ।
নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ১৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৪৬ রান করেছে। ক্রিজে আছেন অভিজ্ঞ কেন উইলিয়ামসন। তার সঙ্গী হেনরি নিকোলস। এর আগে ল্যাথাম ২১ রান করে ক্যাচ দিয়ে ফিরেছেন। ওপেনার ডেভন কনওয়ে ১২ রান করে মিরাজের বলে ক্যাচ দিয়েছেন।
এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ দলের হয়ে ১৬৬ বল খেলে সর্বোচ্চ ৮৬ রান করেন তরুণ ওপেনার মাহমুদুল হাসান জয়। ১১টি চারের শট মারেন তিনি। এছাড়া নাজমুল শান্ত (৩৭), মুমিনুল হকরা (৩৭) সেট হয়ে ফিরে যান। অভিষিক্ত শাহাদাত হোসেন ২৪ ও মেহেদী মিরাজ ২০ রানের ইনিংস খেলেন।
নিউজিল্যান্ডের হয়ে অফ স্পিনার গ্লেন ফিলিপস তুলে নেন ৪ উইকেট। এছাড়া ২টি করে উইকেট নেন পেসার জেমিনসন ও স্পিনার আজাজ প্যাটেল।


















