শুরুতেই তামিম-সৌম্যর বিদায়

0
778
তানিম।ফাইল ছবি

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে সৌম্য সরকারকে হারায় বাংলাদেশ। নুয়ান প্রদীপের ফুলটসে ক্রস ব্যাটে খেলে লেগ বিফোরের শিকার হন তিনি। এরপর বোল্ড হয়েছেন ওপেনার তামিমও। কন্ডিশন ব্যাটিং সহায়ক হলেও শুরুতে তাই বিপাকে টাইগাররা।

বাংলাদেশ ৮.২ ওভারে ২ উইকেট হারিয়ে ৩১ রানে ব্যাট করছে। মুশফিকুর রহিম এবং মোহাম্মদ মিঠুন ক্রিজে আছেন। তামিম ইকবাল ১৯ রানে আউট হয়েছেন। সৌম্য সরকার ১১ রান করে ফিরেছেন।

বাংলাদেশ-শ্রীলংকা দু’রকম চ্যালেঞ্জ নিয়ে খেলছে। বাংলাদেশ দলের চ্যালেঞ্জ সিরিজে ফেরা। শ্রীলংকার বিপক্ষে কখনো সিরিজ জেতা হয়নি টাইগারদের। প্রথম ম্যাচ হারের পর দ্বিতীয় ম্যাচে তাই ঘুরে দাঁড়াতে হবে তামিমদের। আর শ্রীলংকা ৪৪ মাস ঘরের মাঠে সিরিজ জিততে পারেনি।

বাংলাদেশ একাদশে এক পরিবর্তন এনেছে। রুবেল হোসেনকে বসিয়ে বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলামকে দলে নেওয়া হয়েছে। শ্রীলংকা দলে এক পরিবর্তন অবধারিত ছিল। লাসিথ মালিঙ্গার জায়গায় ফিরেছেন পেসার ইসুরু উদানা। আর থিসারা পেরেরার জায়গায় স্পিনার আকিলা ধনাঞ্জয়া দলে ফিরেছেন।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মেহেদি মিরাজ, শাফিউল ইসলাম, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

শ্রীলংকা একাদশ: দিমুথ করুনারত্নে, কুশল পেরেরা, আভিস্কা ফার্নান্দো, কুলশ পেরেরা, অ্যাঞ্জেল ম্যাথুস, লাহিরু থিরিমান্নে, ধনাঞ্জয়া ডি সিলভা, আকিলা ধনাঞ্জয়া, ইসুরু উদানা, নুয়ান প্রদীপ, লাহিরু কুমারা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.