শিশু হঠাৎ কিছু গিলে ফেললে কী করবেন

0
152
শিশুদের হাতে এমন কিছু দেবেন না যেটা চট করে মুখে পুড়ে দিতে পারে

শিশুরা খেলার ছলে কোনো দ্রব্য গিলে ফেলতে পারে। এটি একটি জরুরি অবস্থা। কারণ, শিশুদের খাদ্যনালি বড়দের তুলনায় ছোট। এর ফলে খাদ্যনালিতে সহজে এসব দ্রব্য আটকে যায়।

অনেক সময় শিশু কিছু গিলে ফেলেছে কি না বা আসলে কিছু সমস্যা হয়েছে কি না, মা–বাবা বুঝতে পারেন না। এ ক্ষেত্রে ভালো করে লক্ষ করতে হবে, শিশু ঠিকমতো শ্বাস নিতে পারছে কি না, বুকে ব্যথা বা বুকে কিছু আটকে থাকার অনুভূতি আছে কি না। অনেক সময় বাচ্চা ঢোঁক গিলতে পারবে না। এর ফলে অবিরত লালা ঝরবে, বমি করবে অথবা খাবার খেতে চাইবে না। অনেক সময় গলা থেকে রক্ত বা কাশিও আসতে পারে। বস্তুটি পাকস্থলীতে আটকালে পেটব্যথা এবং রক্ত মেশানো পায়খানা হতে পারে। বস্তুটি অনেক দিন আটকে থাকলে জ্বর হতে পারে এবং ওজন হ্রাস পেতে পারে। তবে যদি সন্দেহ থাকে, তাহলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

শিশুদের জন্য বিপজ্জনক হতে পারে এমন সবকিছু তার নাগালের বাইরে রাখুন।

অনেক সময় এন্ডোস্কোপের সাহায্যে এসব বস্তু অপসারণ করতে হয়। এ ক্ষেত্রে কখনোই দেরি করা যাবে না।

সহজে গিলে ফেলতে পারে, এমন খেলনা বা ছোট জিনিস যেন শিশুদের হাতে না যায়, সেদিকে মা–বাবাকে সব সময় নজর দিতে হবে। খেলনা কেনার সময় খেলনাটি কত বছরের বাচ্চাদের উপযোগী, খেয়াল রাখতে হবে। যে সব বস্তু গিলে ফেলতে পারে, তা বাচ্চার নাগালের বাইরে রাখতে হবে।

লেখক: মেডিকেল অফিসার, শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট এবং হাসপাতাল

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.