পুরস্কার বিতরণ শেষে শিশুদের পরিবেশনায় ছিল সংগীত ও নৃত্যনাট্যানুষ্ঠান ।
দেওয়া হলো অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার। সাত বিভাগে ১০ জন শিশুসাহিত্যিক, প্রচ্ছদশিল্পীকে ‘অগ্রণী ব্যাংক-শিশু একাডেমি শিশুসাহিত্য পুরস্কার ১৪২৪’ প্রদান করা হয়।
বুধবার বিকেলে শিশু একাডেমি মিলনায়তনে এ পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী বেগম ফজিলাতুন নেসা ইন্দিরা, বিশেষ অতিথি ছিলেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন, অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান জায়েদ বখ্ত, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামস্-উল ইসলাম। সভাপতিত্ব করেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন শিশু একাডেমির উপপরিচালক মো. মনির হোসেন।
এবার কবিতা-ছড়া-গান বিভাগে যৌথভাবে ‘দুরন্ত কিশোরের উড়ন্ত মন’ বইয়ের জন্য আহমেদ সাব্বির ও ‘আমার পড়া পাতায় ভরা’ বইয়ের জন্য সোহেল মল্লিক পুরস্কার পেয়েছেন। গল্প-উপন্যাস-রূপকথা বিভাগে ‘ঘিয়ের পিদিম’ বইয়ের জন্য নিলয় নন্দী, জীবনী প্রবন্ধ: বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ অথবা অন্যান্য বিষয়ক বিভাগে যৌথভাবে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ বইয়ের জন্য মনি হায়দার ও ‘গল্পে গল্পে বাংলাদেশ’ বইয়ের জন্য শিবুকান্তি দাশ, স্বাস্থ্য-বিজ্ঞান-প্রযুক্তি বিষয়ে ‘পৃথিবীর বাইরে’ বইয়ের জন্য মিন্টু হোসেন, অনুবাদ-ভ্রমণকাহিনি বিষয়ে ‘লুইস ক্যারল অ্যালিসের অ্যাডভেঞ্চার’ বইয়ের জন্য সামিন ইয়াসার, নাটক যৌথভাবে ‘আকাশ আর মৃত্তিকার গল্প’ বইয়ের জন্য মোস্তফা হোসেইন ও ‘বিষ্টি বন্ধু’ বইয়ের জন্য মোহাম্মদ মারুফুল আর ‘এক সকালে টম’ বই অলংকরণের জন্য মামুন হোসেইন শিশুসাহিত্য পুরস্কার পেয়েছেন।
অতিথিদের সঙ্গে ‘অগ্রণী ব্যাংক-শিশু একাডেমি শিশুসাহিত্য পুরস্কার ১৪২৪’ প্রাপ্তরা।
পুরস্কার বিতরণ শেষে শিশুদের পরিবেশনায় ছিল সংগীত ও নৃত্যনাট্যানুষ্ঠান। এ পর্বের শুরুতে ছিল ‘আমরা আনিব রাঙা প্রভাত’ শিরোনামের নৃত্যনাট্য। পরে একাডেমির শিক্ষার্থীদের পরিবেশনায় ছিল দলীয় সংগীত। সবশেষে ছিল নৃত্যনাট্য ‘ভালোবাসি বাংলাদেশ’।
চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের রাশিয়া সফরে ইউক্রেনের সংকট সমাধানের লক্ষ্যে বেইজিংয়ের দেওয়া নির্ধারিত প্রস্তাব নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছে ক্রেমলিন।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ...
ইমাদ পরিবহনের বাস দুর্ঘটনা কেড়ে নিয়েছে বিশ্ববিদ্যালয়ের দুই মেধাবী ছাত্রীর জীবন। তাঁদের দু’জনের পরিবারে আগেই রয়েছে বেদনাদায়ক কাহিনি। এ অবস্থায় তাঁদের মৃত্যুতে মর্মন্তুদ শোক...
২০১০ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সময় হয় জাতীয় শিক্ষানীতি। আর এই নীতি বাস্তবায়নে শিক্ষা আইনের খসড়া করতে পরের বছরের...