শিশুসাহিত্য পুরস্কার পেলেন ১০ লেখক

0
845
পুরস্কার বিতরণ শেষে শিশুদের পরিবেশনায় ছিল সংগীত ও নৃত্যনাট্যানুষ্ঠান ।

দেওয়া হলো অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার। সাত বিভাগে ১০ জন শিশুসাহিত্যিক, প্রচ্ছদশিল্পীকে ‘অগ্রণী ব্যাংক-শিশু একাডেমি শিশুসাহিত্য পুরস্কার ১৪২৪’ প্রদান করা হয়।

বুধবার বিকেলে শিশু একাডেমি মিলনায়তনে এ পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী বেগম ফজিলাতুন নেসা ইন্দিরা, বিশেষ অতিথি ছিলেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন, অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান জায়েদ বখ্ত, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামস্-উল ইসলাম। সভাপতিত্ব করেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন শিশু একাডেমির উপপরিচালক মো. মনির হোসেন।

পুরস্কার বিতরণ শেষে শিশুদের পরিবেশনায় ছিল সংগীত ও নৃত্যনাট্যানুষ্ঠান। এ পর্বের শুরুতে ছিল ‘আমরা আনিব রাঙা প্রভাত’ শিরোনামের নৃত্যনাট্য। পরে একাডেমির শিক্ষার্থীদের পরিবেশনায় ছিল দলীয় সংগীত। সবশেষে ছিল নৃত্যনাট্য ‘ভালোবাসি বাংলাদেশ’।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.