মুন্সীগঞ্জের শিমুলিয়ায় প্রায় ৫ শতাধিক যানবাহন পদ্মা পারের অপেক্ষায় রয়েছে। এগুলোর বেশির ভাগই ব্যক্তিগত গাড়ি। এছাড়াও রয়েছে ট্রাক।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের এজিএম মো. নাসির উদ্দিন জানান, রোববার সকাল থেকেই এ ঘাটে ঘরমুখো মানুষের ঢল নামে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চাপ কমে আসে।
১৭টি ফেরি, ৮৮টি লঞ্চ ও ৪ শতাধিক স্পিডবোট দিয়ে যাত্রী ও যানবাহন পার করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, বেলা ১১টার দিকে ঘাটে কোনো বাস পার হওয়ার অপেক্ষায় ছিল না। তবে প্রায় সাড়ে ৩০০ ব্যক্তিগত গাড়ি ও ট্রাকসহ বিভিন্ন রকম চার শতাধিক যান পারাপারের অপেক্ষায় রয়েছে।
মো. নাসির উদ্দিন বলেন, এখন পদ্মায় স্রোত কম। তাই দ্রুত ফেরি চলতে পারছে। এ পথে কোনো রকম হয়রানি ছাড়াই যাত্রীরা বাড়ি ফিরছেন।
শুধু যানবাহন নয়, সকালে লঞ্চ ও স্পিডবোট ঘাটে অসংখ্য যাত্রীকে অপেক্ষায় দেখা গেছে। যখনই ওপার থেকে কোনো খালি লঞ্চ বা স্পিডবোট ঘাটে ভিড়ছে, তখনই যাত্রীরা হুমড়ি খেয়ে পড়ছেন0। লঞ্চে অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ করেছেন অনেকে।