শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় ৫ শতাধিক যানবাহন

0
681
শিমুলিয়ায় স্পিডবোট ঘাটে তদারকি করছেন লৌহজং থানার ওসি মো. আলমগীর হোসাইন।

মুন্সীগঞ্জের শিমুলিয়ায় প্রায় ৫ শতাধিক যানবাহন পদ্মা পারের অপেক্ষায় রয়েছে। এগুলোর বেশির ভাগই ব্যক্তিগত গাড়ি। এছাড়াও রয়েছে ট্রাক।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের এজিএম মো. নাসির উদ্দিন জানান, রোববার সকাল থেকেই এ ঘাটে ঘরমুখো মানুষের ঢল নামে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চাপ কমে আসে।

১৭টি ফেরি, ৮৮টি লঞ্চ ও ৪ শতাধিক স্পিডবোট দিয়ে যাত্রী ও যানবাহন পার করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, বেলা ১১টার দিকে ঘাটে কোনো বাস পার হওয়ার অপেক্ষায় ছিল না। তবে প্রায় সাড়ে ৩০০ ব্যক্তিগত গাড়ি ও ট্রাকসহ বিভিন্ন রকম চার শতাধিক যান পারাপারের অপেক্ষায় রয়েছে।

মো. নাসির উদ্দিন বলেন, এখন পদ্মায় স্রোত কম। তাই দ্রুত ফেরি চলতে পারছে। এ পথে কোনো রকম হয়রানি ছাড়াই যাত্রীরা বাড়ি ফিরছেন।

শুধু যানবাহন নয়, সকালে লঞ্চ ও স্পিডবোট ঘাটে অসংখ্য যাত্রীকে অপেক্ষায় দেখা গেছে। যখনই ওপার থেকে কোনো খালি লঞ্চ বা স্পিডবোট ঘাটে ভিড়ছে, তখনই যাত্রীরা হুমড়ি খেয়ে পড়ছেন0। লঞ্চে অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ করেছেন অনেকে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.