সামাজিক যোগাযোগমাধ্যমে তারকারা ব্যক্তিগত মতামত প্রকাশ করেন। উঠে আসে তারকাদের মনের কথা। এসব পোস্টে কেউ মনের অব্যক্ত ভাব প্রকাশ করেন, কেউ ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেন দেশের সাম্প্রতিক ঘটনা ও নানা অভিজ্ঞতার কথা। একনজরে দেখে নিতে পারেন তারকাদের মনের কথা…
শাবনূর এই স্থিরচিত্র নিজের ফেসবুকে পোস্ট করে বলছেন, নিউ লুক। তিনি এ–ও লিখেছেন, ‘সুখ মাঝেমধ্যে লুকিয়ে থাকে অজানায়।’
২৫ বছর ধরে অভিনয় করছেন তাহমিনা সুলতানা মৌ। এ বছরের মের আগপর্যন্ত চলচ্চিত্র ছাড়া অভিনয়ের সব মাধ্যমে কাজ করেন তিনি। তবে প্রস্তাব পাননি যে তা নয়, কিন্তু আস্থা ও বিশ্বাসের ঘাটতি থাকায় নিজের চলচ্চিত্রযাত্রা ওই সময়টায় করেননি। ২০২৪ সালে এসে পেলেন আস্থা ও নির্ভরতা, তাই সোহেল আরমানের সিনেমা ‘সংবাদ’ দিয়ে এত বছরের ঘাটতিও পূরণ হতে চলছে তাঁর। এরই মধ্যে ছবিটিতে অভিনয় শুরু করেছেন। তাহমিনা মৌ পুরোনো এই স্থিরচিত্র পোস্ট করে লিখেছেন, ‘যে সময় চলে যায়, তা আর ফিরে আসে না…।’
সর্বশেষ ‘তুফান’ ছবি বানিয়ে আলোচনায় রায়হান রাফী। প্রেক্ষাগৃহের পর ১৯ সেপ্টেম্বর ছবিটি ওটিটিতে মুক্তি পাচ্ছে। একযোগে চরকি ও হইচই গ্রাহকেরা ছবিটি দেখার সুযোগ পাবেন। এরই মধ্যে নতুন ছবি বানানোর মিশনে নামছেন এই পরিচালক। আজ শনিবার সকালে রাফী জানান, আগামী বছরের পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহায় তাঁর পরিচালিত দুটি ছবি মুক্তির সম্ভাবনা রয়েছে। নতুন ছবির কাজের প্রিপ্রোডাকশনের অংশ হিসেবে এরই মধ্যে ঘুরে এসেছেন মুম্বাইও। সেখানকার হোটেল রুম থেকে তোলা এই স্থিরচিত্র পোস্ট করে লিখেছেন, ‘নতুন কিছুর অপেক্ষায়।’
মডেল ও অভিনেত্রী জাহারা মিতু লেখালেখিও করেন। তাঁর বইও প্রকাশিত হয়েছে। লেখকদের মনস্তত্ত্ব নিয়ে তিনি লিখেছেন, ‘লেখকদের মনস্তত্ত্ব হয় বাস্তবিক; তারা অতীত পর্যালোচনা করে, বর্তমান বিশ্লেষণ করে সেই আলোকে ভবিষ্যৎ পর্যন্ত অনুভব করতে পারে। কবি হয় পাগলাটে; সে আপন দুনিয়ায় ব্যস্ত, ইহজগতের মনস্তত্ত্ব সে না তো কখনো বোঝে, না বোঝার চেষ্টা করে…।
নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেন এলিনা শাম্মী। আগামী মাসে মুক্তির সম্ভাবনা আছে অনন্য মামুন পরিচালিত ‘দরদ’। এতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। এলিনা শাম্মী লিখেছেন, ‘অন্যকে ঠকিয়ে, অন্যের ক্ষতি করে যাঁরা ভাবছেন জিতে গেছি, আপনারা জানেন আপনারা জিতেননি, আজীবন জেতার অভিনয় করেন।’
জলবায়ু সংকটের চ্যালেঞ্জ মোকাবিলায় স্বল্পোন্নত দেশ (এলডিসি) এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ২০০ বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দের প্রস্তাবে সমর্থন জানাতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতি...
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘদিন যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যুক্ত ছিল ক্ষমতায় গেলে তাদের সবাইকে নিয়ে বিএনপি জাতীয় সরকার গঠন করবে।
মঙ্গলবার (১৯...
ভারতের গুজরাটের পাটান জেলার ধরপুরে অবস্থিত জিএমইআরএস মেডিকেল কলেজে র্যাগিংয়ের শিকার হয়ে এক ছাত্রের মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার (১৮ নভেম্বর) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম...