জাহারা মিতু ২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর প্রযোগিতার প্রথম রানার আপ হওয়ার সুবাধেই শোবিজ অঙ্গনে পরিচিতি পেয়ে যান। এরপর কাজ করা শুরু করেন নাটকে ও বিজ্ঞাপনে। শুরু করেন উপস্থাপনাও। গাজী টিভির বেশ কয়েকটি ক্রিকেট বিষয়ক অনুষ্ঠান উপস্থাপন করেছেন তিনি। বঙ্গমাতা গোল্ডকাপের মতো জাতীয় আয়োজনও মাঠে থেকে উপস্থাপনার অভিজ্ঞতা রয়েছে তার।
সম্প্রতি হুট করে শাকিব খানের নতুন ছবি আগুন এর নায়িকা হিসেবে ঘোষণা করা হয় তার নাম। পরে রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে তাকে জাকালো আয়োজনের মাধ্যমে পরিচয় করিয়ে দেয়া হয় শাকিব খানের নায়িকা হিসেবে। এখন চলছে আগুন ছবিতে অভিনয়ের প্রস্তুতি পর্ব।