১২ মে রুপালি পর্দায় মুক্তি পেয়েছে ‘মিউজিক স্কুল’। ছবিতে এক সংগীতশিক্ষিকার ভূমিকায় অভিনয় করেছেন শ্রিয়া সরণ। এই ছবির প্রসঙ্গ ধরে নিজের জীবনে মিউজিকের ভূমিকা নিয়ে কিছু কথা সবার সঙ্গে শেয়ার করেছেন এই অভিনেত্রী।
ডেকান ক্রনিকলকে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রিয়া বলেছেন, ‘আমি নাচতে ভালোবাসি। এটা আমার জীবনের একটা অংশ।
মিউজিক আর নাচ একে অপরের সঙ্গে জড়িয়ে। মিউজিক আমাদের নিয়মানুবর্তিতা আর আনন্দে থাকতে শেখায়। আমি মনে করি, শিল্প আর সংস্কৃতি আমাদের প্রত্যেকের জীবনে গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠা উচিত।’
প্রকাশ্যে চুম্বন: যা বললেন ‘দৃশ্যম’ অভিনেত্রী
এই অভিনেত্রী আরও বলেছেন, ‘নাচ আর সংগীত নিয়েই আমার জীবন। তাই ছবিতে সংগীতশিক্ষিকার ভূমিকায় কাজ করাটা দারুণ উপভোগ করেছি। “দ্য সাউন্ড অব মিউজিক” আমার দেখা প্রথম ভিন্ন ভাষার সিনেমা। এই সিনেমাটা আমি বারবার দেখেছি।’
সাক্ষাৎকারে নিজের ছোটবেলার কথাও শুনিয়েছেন শ্রিয়া। এই দক্ষিণি নায়িকা বলেছেন, ‘আমি শিক্ষিত পরিবার থেকে আসা মেয়ে। তবে আমার মা–বাবা অন্য ধরনের মানুষ। সত্যি বলতে, পড়াশোনায় আমার কখনোই সে রকম আগ্রহ ছিল না।
পরীক্ষায় ভালো নম্বর আনার জন্য কখনোই তাঁরা আমাকে চাপ দিতেন না। ক্লাস পরীক্ষায় টেনেটুনে পাস নম্বর পেলেই তাঁরা খুশি থাকতেন। আমি যা কিছু করতে চাইতাম, আমার মা-বাবা তাতেই খুশি হতেন। আমার বন্ধুদের মা-বাবাদের দেখেছি পড়াশোনার জন্য তাদের অনেক চাপ দিতে। আমি নাচতে ভালোবাসতাম। মা-বাবা আমাকে সে ব্যাপারে উৎসাহ দিতেন।’
নিজের ফিল্মি ভ্রমণ নিয়ে শ্রিয়া বলেছেন, ‘যখন ক্যারিয়ার শুরু করেছিলাম, তখন সিনেমাটা বুঝতাম না। জানতাম না আমি কী করছি। ঠিক না ভুল করছি, তা-ও বুঝতাম না। কিন্তু আমার কাজের মধ্যে শতভাগ সততা ছিল। আর আমি যা করতাম আনন্দের সঙ্গে করতাম। বরং এখন আমি ভয় পাই যে ঠিক করছি, না ভুল করছি।
সময়ের সঙ্গে ধীরে ধীরে সবকিছু শিখছি। প্রতিটা প্রকল্প থেকে কিছু না কিছু শিখি আর নিজেকে আরও উন্নত করি। আমি নিজেকে সিনেমার ছাত্রী বলে মনে করি। আমার এই ভ্রমণটা দারুণ! সিনেমার অংশ হতে পেরে নিজেকে ধন্য মনে করি।’