‘লিচুর বাগান’ থেকে ল্যাভেন্ডারে সাবিলা, দেখুন ৭ ছবি

0
33
‘তাণ্ডব’ সিনেমার পর সাবিলাকে নতুন কোনো চলচ্চিত্রে অভিনয়ের খবর পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, শিগগিরই নতুন কোনো ছবির খবর নিয়ে ঠিকই হাজির হবেন এই তারকা।ছবি : সাবিলার ইনস্টাগ্রাম

ঈদে মূলধারার বাণিজ্যিক সিনেমায় অভিষেক ঘটেছে টেলিভিশন নাটকের জনপ্রিয় তারকা সাবিলা নূরের। শাকিব খানের বিপরীতে ‘তাণ্ডব’ সিনেমায় নায়িকা হয়ে আলোচনায় তিনি। ছবির ‘লিচুর বাগানে’ শিরোনামের একটি গানে তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে। এই তারকাকে এবার দেখা গেল ল্যাভেন্ডার বাগানে। ৭ ছবিতে দেখা যাক

এক দশকের বেশি সময় ধরে অভিনয় করছেন সাবিলা নূর। টেলিভিশন নাটক, ওয়েব সিরিজ, ওয়েব ফিল্ম, এমনকি সিনেমাও করছেন, তবে পুরোপুরি বাণিজ্যিক ধারার সিনেমায় তাঁকে দেখা যায়নি। এবারের ঈদে ‘তাণ্ডব’ সিনেমায় দিয়ে মূলধারার বাণিজ্যিক সিনেমায় অভিষেক ঘটে তাঁর। ‘তাণ্ডব’ সিনেমা মুক্তির আগে তাঁকে সবাই প্রথম দেখেন ‘লিচুর বাগানে’ গানে।

সাবিলা নূর

ছোট পর্দার অভিনেত্রী থেকে সিনেমার নায়িকা—ব্যাপারটি যেন অনেকেই মেলাতে পারছিলেন না। নিন্দুকেরাও করতে থাকে নানা সমালোচনা। কিন্তু ‘তাণ্ডব’ সিনেমার আইটেম গান ‘লিচুর বাগানে’ প্রকাশের পর সাবিলার পারফরম্যান্স দেখে ভোল পাল্টে যায় নেটিজেনদের। শাকিবের সঙ্গে মোহনীয় রসায়নে রীতিমতো মুগ্ধ হয়ে যান দর্শক; অনেকের কাছে সাবিলা ছিলেন কল্পনার চেয়ে বেশি।
সাবিলা নূর

‘লিচুর বাগানে’ আইটেম গান নিয়ে আপ্লুত সাবিলা নূর। তিনি বলেন, ‘আমার জীবনের প্রথম বাণিজ্যিক সিনেমার প্রথম পারফর্ম করা গানের নামই ‘লিচুর বাগানে’। প্রথমবারের মতো দর্শক পর্দায় মেগাস্টার শাকিব খান ও আমার রসায়ন দেখেছেন। শাকিব খান মেগাস্টার, আইকন, সিম্পলি দ্য বেস্ট ইন দ্য ইন্ডাস্ট্রি ফর টোয়েন্টি সিক্স ইয়ারস। তাঁর সঙ্গে কাজ করা একদিকে যেমন ছিল রোমাঞ্চকর, একই সঙ্গে ছিল ভয়ের ব্যাপারও। কিন্তু যখন আসলেই কাজ শুরু করলাম, সবকিছু কেমন অদ্ভুতভাবে সহজ হয়ে গেল। ছবি : সাবিলার ইনস্টাগ্রাম

সাবিলা নূর

সাবিলা নূরের কথায়, ‘দর্শক আমাদের গানটি পছন্দ করেছেন। গানটি ইউটিউবে দেখছেন, টিকটকে ডান্স কাভার করছেন, গুনগুন করে গাইছেন। আমি কৃতজ্ঞ যে এই গানের মাধ্যমে আমরা আমাদের দর্শকের সঙ্গে এক টুকরা মিষ্টি অনুভূতি ভাগ করে নিতে পেরেছি। আমি দেখেছি, মানুষ কীভাবে লিচুর মৌসুমের জন্য অপেক্ষা করে, কীভাবে একসঙ্গে বসে লিচু খায়, গল্প করে। এখন কিন্তু লিচু খেতে খেতে ‘লিচুর বাগানে’ গানটি উপভোগ করে, সুরের ঢেউয়ে পা ছন্দে ছন্দে মেলালে মন্দ হবে না।’ছবি : সাবিলার ইনস্টাগ্রাম

সাবিলা নূর

লিচুর বাগানে গান দিয়ে নতুন করে আলোচনায় আসা সাবিলা নূরকে এবার দেখা গেল ল্যাভেন্ডার ফুলের বাগানে। কোন দেশে তা অবশ্য খোলাসা করেননি। ল্যাভেন্ডার ফুলের বাগানের একগুচ্ছ স্থিরচিত্র পোস্ট করে ক্যাপশন লিখেছেন, ল্যাভেন্ডার আলোয় মোড়ানো এক স্বপ্নে হারিয়ে গেলাম…।ছবি : সাবিলার ইনস্টাগ্রাম

সাবিলা নূর
সাবিলা নূরের পোস্ট করা এসব স্থিরচিত্র প্রায় ৪০ হাজারের মতো রিঅ্যাকশন এসেছে। মন্তব্য করেছেন দুই শতাধিক ভক্ত–শুভাকাঙ্ক্ষী।ছবি : সাবিলার ইনস্টাগ্রাম

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.