রাশিয়ার ৩০টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ২৯টি ধ্বংসের দাবি ইউক্রেনের

0
135
রুশ বাহিনী গত রাতে বিভিন্ন দিক থেকে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ছোড়ে বলে ইউক্রেনের ভাষ্য

রাশিয়ার ছোড়া ৩০টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ২৯টি ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন।

আজ বৃহস্পতিবার ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়, গতকাল বুধবার রাতে রাজধানী কিয়েভসহ অন্যান্য অঞ্চলকে নিশানা করে ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো ছুড়েছিল রাশিয়া।

ইউক্রেনের সামরিক বাহিনীর ভাষ্য, গত রাতে রুশ দখলদার বাহিনী বিভিন্ন দিক থেকে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ছোড়ে। স্থল, জল ও আকাশভিত্তিক মোট ৩০টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা রাশিয়ার ছোড়া ২৯টি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করে।

কিয়েভ কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, চলতি মাসে ইউক্রেনের রাজধানীকে নিশানা করে আকাশপথে ৯ দফা হামলা চালিয়েছে রাশিয়া।

কিয়েভ কর্তৃপক্ষের দাবি, রাজধানীর দিকে ধেয়ে আসা সব রুশ ক্ষেপণাস্ত্রই আকাশে ধ্বংস করা হয়েছে বলে তারা মনে করছে। তবে আকাশ থেকে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ দুটি জেলায় পড়ে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.