রাশিয়ায় গ্যাসস্টেশনে বিস্ফোরণে নিহত বেড়ে ২৭, আহত ১০০

0
135
রাশিয়ায় গ্যাসস্টেশনে বিস্ফোরণ

রাশিয়ার ককেশাস প্রজাতন্ত্রের দাগেস্তানে একটি গ্যাসস্টেশনে গতকাল সোমবার বিস্ফোরণের পর আগুন ধরে যায়। এতে ২৭ জন নিহত ও ১০০ জনের বেশি আহত হয়েছেন।

রাশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে বলেছে, রাজধানী দাগেস্তানে কাস্পিয়ান সাগর উপকূলে মাকহাচকালায় এই বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

রাশিয়ার দৈনিক পত্রিকা ইজভেসতিয়ার খবরে টেলিগ্রামে একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানানো হয়েছে, পেট্রলস্টেশনে যেখানে গাড়ি পার্ক করে রাখা হয়েছে, সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘বিস্ফোরণের পর সবকিছু আমাদের হাতের ওপর এসে পড়ে। আমরা তখন কিছুই দেখতে পাচ্ছিলাম না।’

টেলিগ্রামে রিয়া নভোস্তি সংবাদ সংস্থার পোস্ট করা একটি ভিডিওতে বিধ্বস্ত একটি ভবন থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে।

রাশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় বলেছে, আগুন ৬০০ বর্গমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডস্থলে ২৬০ জন অগ্নিনির্বাপণকর্মী নিয়োগ দেওয়া হয়েছে।

এএফপি

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.