রাবিতে চালু হলো ই-কার, ৫ টাকায় ক্যাম্পাস ঘোরার সুযোগ

0
6
রাবিতে চালু হলো ই-কার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইলেকট্রিক কার (ই-কার) চালু হয়েছে। এতে পাঁচ টাকায় ক্যাম্পাস ঘোরার সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা।

বুধবার (২৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে এসব গাড়ি চালু করা হয়।

উদ্বোধনকালে সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম বলেন, ই-কার শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা বৃদ্ধি করবে এবং অনেকটা অর্থকষ্টও দূর করবে। আমরা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করছি। সামনে মেধাবৃত্তিও প্রদান করা হবে।

অ্যালামনাইয়ের উদ্যোগে প্রাথমিকভাবে পাঁচটি ই-কার চালু হয়েছে। সকাল সাড়ে ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত দুই ধাপে বিনোদপুর, কাজলা গেটসহ প্রশাসন ভবনের সামনে থেকে ছাত্র ও ছাত্রী হল এবং অ্যাকাডেমিক ভবন রুটে চলবে এসব গাড়ি।

‎বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, অনেক চড়াই–উতরাই পেরিয়ে একটি অ্যালামনাই কমিটি হয়েছে। বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের উন্নয়নে তাদের কল্যাণমূলক কাজ চলমান থাকবে।

‎অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন (প্রশাসন) ও অধ্যাপক ফরিদ উদ্দিন খান (শিক্ষা) সহ রাকসুর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.