দেশের অর্থনীতিকে নেতিবাচকভাবে অনেকেই প্রকাশ করে; বাস্তবের চিত্র তেমনটা নয় বলে মনে করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, রাজস্ব ব্যবস্থায় স্বস্তি নিশ্চিত করতে হবে।
সোমবার (৪ আগস্ট) সকালে এনবিআর ভবনে চলতি বাজেটে আয়কর, মূসক ও কাস্টমস কার্যক্রম নিয়ে সেমিনারে তিনি এমন কথা বলেন।
তিনি বলেন, ‘সুক্ষ্ম বিষয় থাকতে পারে। গ্লাসের অর্ধেক দিকটা না দেখে, পানিভর্তি উপরের দিকে তাকান। শুরুই যদি করেন অনেক কিছু বাকি আছে, অনেক কিছুই নাই। আমি ফ্যাসিস্টের পথে চলে গেছি।’
সরকারের এই উপদেষ্টা বলেন, ক্রিটিসিজম আছে অনেকের ব্যাপারে বা অনেকের থাকে। আমি সব সময় বলি স্বচ্ছতা দিনের আলোতে বেরিয়ে আসে। আমার একটা কথা সানশাইন ইজ দ্য বেস্ট এন্টিসেপটিক। যতই সেভলন ব্যবহার করি, ডেটল ব্যবহার করি কিন্তু ড্রেসিংয়ের সময় দেখবেন ডাক্তাররা কিন্তু কোনো কিছুই দেয় না। জাস্ট একটু মোছা দিয়ে দেয়। আমার ওয়াইফ একদিন ড্রেসিংয়ের সময় বলল কিছুই তো দিচ্ছে না। ডাক্তারকে বললাম। তিনি বললেন, ‘কিছু লাগবে না। খালি একটা গজ দিয়ে একটু উপরের দিকে ড্রেসিং করে দিলেন। বললেন- বাতাস ও সূর্যের আলোতে সুস্থ হয়ে যাবে। এটা হুইচ ইজ ট্রু।’
অনলাইনে আয়কর রিটার্ন প্রক্রিয়া আরেকটু সহজ করার আহ্বান জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, আমার বয়স ৬৫ বছরের বেশি; হয়তো একটু সময় পাব, চেষ্টা করব, তবে ডিফিকাল্ট আমার জন্য। আমি খুব টেক-সেভি না। মোবাইলে মেসেজ দিতে পারি আর ইমেইল দিতে পারি। এর বেশি কিছু করলে, আটকে গেলে আমি পারি না। কম্পিউটার ভাষা এমন ভাষা যে সবাই বুঝতে পারবেন, এক্সেস করতে পারবেন। অতি শীঘ্রই কিন্তু এটা লোকজন ব্যবহার করবেন।
সভায় বক্তারা জানান, শুধু লক্ষ্য নির্ধারণই নয়, করদাতারা যাতে স্বস্তি পায় সেটি বাজেটে নিশ্চিত করেছে সরকার। জানানো হয়, কর কাঠামো সহজ করা হয়েছে। যাতে করদাতারা হয়রানি ছাড়া কর জমা দিতে পারেন।