রাজশাহীতে ঝড়ে গাছ পড়ে ৪ জনের মৃত্যু

0
73
রাজশাহীর বাঘা উপজেলায় ঝড়ে গাছ উপড়ে পড়ে
রাজশাহীর বাঘা উপজেলায় ঝড়ে গাছ উপড়ে পড়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও ৪ জন।
 
মঙ্গলবার (৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রাজার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন, জালাল উদ্দিন (৪০), জাকির হোসেন (৩৫) ও মো. সেন্টু (৩০)। অন্য একজনের নাম এখনও জানা যায়নি। তারা সবাই রাজশাহীর বাঘা উপজেলার পাঁচপাড়া গ্রামের বাসিন্দা।
 
রাজশাহীর বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
 
মো. এহসারুল্লাহ নামের স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, রাতে বৃষ্টির সঙ্গে ঝড়ও শুরু হয়। এ সময় হঠাৎ গ্রামের পুরোনো বটগাছটি উপরে পড়ে। এতে বেশ কয়েক জন ওই বটগাছের নিচে পড়ে যান। নিহতদের মধ্যে এক জন ব্যবসায়ী রয়েছেন।
 
জানতে চাইলে রাজশাহীর বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, উপজেলার ওপর দিয়ে আজ রাতে বৃষ্টির সঙ্গে আকস্মিক ঝড়ও বয়ে যায়। এতে রাজার মোড় এলাকার একটি পুরাতন বড় বটগাছ উপড়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছেন।
 
তিনি আরও বলেন, এখনও উদ্ধার কাজ চলছে। আরও কয়েক জন গাছের নিচে চাপা পড়ে আছেন বলে তারা প্রত্যক্ষদর্শী সূত্রে জানতে পেরেছেন। উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। উদ্ধার অভিযান শেষ হলে হতাহতের ব্যাপারে আরও বিস্তারিত বলা যাবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.