রাজবাড়ীর সাবেক এমপি কাজী কেরামত আলী গ্রেফতার

0
20
সাবেক সংসদ সদস্য (এমপি) কাজী কেরামত আলী

রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) কাজী কেরামত আলীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

রোববার (৬ এপ্রিল) রাতে রাজধানীর মহাখালী থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান মুঠোফোনে এক খুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্র থেকে জানা যায়, কাজী কেরামত আলীর বিরুদ্ধে ঢাকা ও রাজবাড়ীতে একাধিক মামলা রয়েছে। এর যেকোনো একটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে সোমবার (৭ এপ্রিল) আদালতে সোপর্দ করা হবে।

গত ৩১ আগস্ট কাজী কেরামত আলী, তার ভাই জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীসহ ১৭০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়। মামলায় অজ্ঞাতপরিচয় আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে।

রাজবাড়ী সদর থানায় মামলাটি করেন সদর উপজেলার কাউরিয়া গ্রামের বাসিন্দা ও কোটা সংস্কার আন্দোলনের অংশগ্রহণকারী রাজিব মোল্যা। মামলায় আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগ করা হয়েছে।

উল্লেখ্য, কাজী কেরামত আলী ১৯৯২ সালে ৫ম জাতীয় সংসদে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে উপনির্বাচনে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন এবং ডাক, তার ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ১৯৯৬, ২০০৮, ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচনেও আওয়ামী লীগের হয়ে এমপি নির্বাচিত হন তিনি।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে ছিলেন কাজী কেরামত আলী।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.