রাজধানীতে যৌথবাহিনীর অভিযান, অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ১৫

0
16
যৌথবাহিনীর অভিযানে ১৫ জন দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার
রাজধানীর হাজারীবাগ এলাকায় যৌথবাহিনীর অভিযানে ১৫ জন দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র, মাদকদ্রব্য, মোবাইল ফোন, সিম কার্ড এবং নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।
 
রোববার (১৭ নভেম্বর) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
এতে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের নেতৃত্বে গোপন তথ্যর ভিত্তিতে হাজারীবাগের গণকটুলি সিটি কলোনি এলাকায় যৌথবাহিনীর অভিযানে ১৫ জন দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করা হয়।
 
এ সময় তল্লাশি অভিযান পরিচালনার মাধ্যমে দুষ্কৃতিকারীরা কর্তৃক ব্যবহৃত বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র, মাদকদ্রব্য, মোবাইল ফোন, সিম কার্ড এবং নগদ অর্থ জব্দ করা হয়।
 
অভিযানের পর জব্দ হওয়া সরঞ্জামাদিসহ গ্রেপ্তার ব্যক্তিদের পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.