রাজধানীতে কালবৈশাখী

0
22
রাজধানীতে কালবৈশাখীর সঙ্গে বজ্রপাতও হয়েছে। মোহাম্মদপুর এলাকার দৃশ্য। ঢাকা, ৬ এপ্রিল

রাজধানী ঢাকা ও আশপাশ অঞ্চলে বজ্রপাতসহ কালবৈশাখী বয়ে যাচ্ছে। আজ রোববার রাত ১০টার দিকে কোথাও কোথাও ঝড় শুরু হয়। রাত সাড়ে ১১টার দিকে ঝড় তীব্র হয়।

রাজধানীতে চলতি বছর এ পর্যন্ত এটাই বড় ঝড় ও বজ্রপাত হতে যাচ্ছে বলে জানান আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক। তিনি বলেন, রাজধানী ও আশপাশ অঞ্চলে বজ্রপাতসহ কালবৈশাখী বয়ে যাচ্ছে।

কালবৈশাখীর সময় রাজধানীর কারওয়ান বাজারে বৃষ্টিপাত হয়।
কালবৈশাখীর সময় রাজধানীর কারওয়ান বাজারে বৃষ্টিপাত হয়।

আবহাওয়া দপ্তর সূত্রে জানা যায়, ঘণ্টায় সর্বোচ্চ ৫১ কিলোমিটার বেগে কালবৈশাখী বয়ে যায়। বৃষ্টি হয়েছে ৯ মিলিমিটার।

চলতি এপ্রিল মাসের শুরু থেকেই দেশে বিভিন্ন স্থানে মাঝারি থেকে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে এরই মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী হচ্ছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.