রাজধানীতে আজও কি ঝড়বৃষ্টি হবে, যা জানাল আবহাওয়া অধিদপ্তর

0
140
ঈদের আগের দিন ও ঈদের দিনের বৃষ্টি রাজধানীতে গরম অনেকটাই কমিয়েছে

টানা ১৯ দিনের দাবদাহের পর গত শুক্রবার ও গতকাল শনিবার বিকেলে বৃষ্টির দেখা পেয়েছে রাজধানীবাসী। ঈদের আগের দিন ও ঈদের দিনের এ বৃষ্টি কিছুটা হলেও স্বস্তি ফিরিয়েছে। গরম অনেকটাই কমিয়েছে। আজ রোববার ঈদের পরদিনও কি বৃষ্টি হবে? এর উত্তরে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজও বৃষ্টির দেখা পেতে পারে ঢাকাবাসী।

আজ সকাল সাতটায় পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা ও আশপাশের এলাকার তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। তবে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

২০ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

পরবর্তী সময় ঢাকা ও আশপাশের এলাকায় বাতাসের গতিবেগ বদলে গিয়ে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেড়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বৃষ্টি ও বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ছয়টার সময় ঢাকার তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। আর বাতাসের আর্দ্রতা ছিল ৬২ শতাংশ। গতকাল ঢাকায় তাপমাত্রা ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে উঠেছিল। বৃষ্টি হয়েছে ১ মিলিমিটার।

ঈদের বিকেলে বৃষ্টিতে ভিজল রাজধানী

এদিকে দেশের ২০ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। আজ সকাল পৌনে ৬টা থেকে বেলা ১টা পর্যন্ত এ সংকেত বহাল থাকবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.