গাজীপুরে অর্ধেকের বেশি কারখানার শ্রমিকেরা ঈদবোনাস পাননি

0
123
বেতন–বোনাসের দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় গত শনিবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন শ্রমিকেরা

পবিত্র ঈদুল আজহার বাকি আর দুই দিন। এর মধ্যে গতকাল রোববার পর্যন্ত গাজীপুরের অর্ধেকের বেশি কারখানার শ্রমিকেরা ঈদের বোনাস পাননি। চলতি মাসের ১৫ দিনের বেতন পেয়েছেন মাত্র ২৩টি কারখানার শ্রমিকেরা। শিল্প পুলিশ গাজীপুরে ২ হাজার ২৮৭ শিল্পকারখানা পর্যবেক্ষণ করে দেওয়া তাদের প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে। গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মো. সারোয়ার আলাম আজ সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেন।

শিল্প পুলিশের প্রতিবেদনের তথ্যমতে, গাজীপুরের ১ হাজার ৮৯টি কারখানা ঈদের বোনাস দিয়েছে। এখনো ঈদের বোনাস দেয়নি ১ হাজার ১৮৯টি কারখানা। তবে শিল্প পুলিশ বলছে, আজ বা কাল মঙ্গলবারের মধ্যে কারখানাগুলো বোনাস পরিশোধ করবে বলে তারা ধারণা করছে।

গাজীপুর শিল্প পুলিশের তথ্য বলছে, গাজীপুরে ২ হাজার ২৮৭টি পোশাক কারখানার মধ্যে বিজিএমইএর ৭৪৯টি, বিকেএমইএর ১৩৫টি, বিটিএমএর ১২৯টি ও অন্যান্য কারখানা আছে ১ হাজার ২৭৪টি। জুন মাসের ১৫ দিনের বেতন পরিশোধ করা কারখানার মধ্যে বিজিএমইএর ২১টি ও বিকেএমইএর ২টি।

তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর ৭৪৯টি কারখানার মধ্যে ৪৫৩টি কারখানা ঈদের বোনাস দিয়েছে, চলতি মাসের ১৫ দিনের বেতন দিয়েছে ২১টি কারখানা। নিট পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিকেএমইএর ১৩৫টি কারখানার মধ্যে ঈদের বোনাস দিয়েছে ২১টি, চলতি মাসের প্রথম ১৫ দিনের বেতন পরিশোধ করেছে দুটি কারখানা। বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএর ১২৯টি কারখানার মধ্যে ৬৬টি কারখানা ঈদের বোনাস পরিশোধ করেছে, তবে একটি কারখানাও চলতি মাসের প্রথম ১৫ দিনের বেতন পরিশোধ করেনি। এসব সংগঠনের বাইরে থাকা ১ হাজার ২৭৪টি কারখানার মধ্যে ৪৮৯টি ঈদের বোনাস পরিশোধ করলেও চলতি মাসের অর্ধেক বেতন দেয়নি।

কয়েক দিন ধরে বেতন-বোনাসের দাবিতে গাজীপুরের কয়েকটি কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা গেছে। গাজীপুরের সাতাইশ বাগানবাড়ি এলাকায় প্রিন্স জেকার্ড সোয়েটার লিমিটেড কারখানার বকেয়া বেতন ও বোনাস নিয়ে শ্রমিকদের পক্ষে দেনদরবার করতে গিয়ে গতকাল রাতে হামলায় নিহত হয়েছেন শ্রমিকনেতা মো. শহীদুল ইসলাম ওরফে শহীদ (৫০)। তিনি বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশন নামে একটি সংগঠনের গাজীপুর শাখার সভাপতি ছিলেন। তাঁর সহকর্মী মো. সাইফুল আলম দাবি করেন, হামলাকারীরা কারখানার মালিকপক্ষের ভাড়াটে সন্ত্রাসী।

গাজীপুরের নিশ্চিন্তপুর এলাকার এম এস এ স্পিনিং কারখানাটি গত ৩১ মে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের ঈদ বোনাস দেওয়ার বিষয়টি জানালেও তা পরিশোধ করেননি। এর প্রতিবাদে গত শনিবার কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেন। কারখানাটির শ্রমিক সুলতানা বেগম বলেন, ‘বেতন-বোনাস না পেয়ে খারাপ অবস্থার মধ্যে আছি। ঈদে বাড়ি যাওয়ার ইচ্ছা থাকলেও যেতে পারছি না।’

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মো. সারোয়ার আলাম বলেন, গাজীপুরের অধিকাংশ কারখানায় আজ ও কাল বোনাস দিয়ে ছুটি ঘোষণা করার কথা আছে। নিয়মিত এসব কারখানার সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.