রাঙ্গামাটি শিল্পকলা একাডেমীতে এক বর্নিল আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে রীদি সুদোম জধা এক বছর পূর্তি উদযাপন করেছে। গত ১৮ জানুয়ারী আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন চাকমা রাজা ব্যারিস্টার দেবাশীষ রায়।
একদল প্রগতিশীল সাংস্কৃতিক কর্মী ও সংগঠক মিলেমিশেরীদি সুদোম জধা নামের সংগঠনটি চাকমা ভাষা ও সামাজিক রীতিনীতি ধারণ ও প্রসারের লক্ষে রাঙ্গামাটিতে ২০২৩ সালের নভেম্বর মাসে আত্ম প্রকাশ করেছে।
বিগত বছরের অক্টোর নভেম্বর মাসে পাহাড়ের পরিস্থিতি অস্বাভাবিক থাকায় ২০২৫ সালের জানুয়ারীতে একবছর পূর্তি অনুষ্ঠান পালনের সিদ্ধান্ত গ্রহন করেছে রীদি সুদোম জধা।
রীদি সুদোম জধা একবছরে তিনিটি চাকমা ভাষা শিক্ষা কোর্স সমাপ্ত করেছে। বর্ষপূর্তি অনুষ্ঠানে রাজা দেবাশীষ রায় ও জেলা পরিষদ চেয়াম্যান কাজল তালুকদারের মাধ্যমে প্রশিক্ষণার্থীদেরকে সদনপত্র ও ক্রেস্ট বিতরণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ কাজল তালুকদার বলেন, আমি পাহাড়ে পর্যটন বিকশিত হোক চাই না। কারণ পর্যটকরা পাহাড় মানুষের সাথে অশীলন আচার আচরণ করে। পর্যটকের যে রকম আচরণ হওয়া উচিত তারা সেট জানে না।
তিনি আরো বলেন, বিগত সময়ে চাকমা ভাষা শিক্ষক নিয়োগ হলেও তাদের বেতন দেওয়া হয়নি। তাদেরকে কিভাবে কি করা যায় সে বিষয়ে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি।
অনুষ্ঠানে রাজা দেবাশীষ রায় বলেন, যে সামাজিক রীতি নীতি দেশের জন্য মঙ্গল, জাতির জন্য মঙ্গল, পশুপাখি ও প্রকৃতির জন্য মঙ্গল সেগুলি পালন করতে পারলে সবার জন্য মঙ্গল। তিনি আরো বলেন, সামাজিক রীতিনীতি ছাড়া যে ব্যক্তি যতই ধনী হোক বা লেখাপড়ায় শিক্ষিত হোক তিনি পত্র পল্লবহীন বৃক্ষের ন্যায়। এই সব মঙ্গলময় সামাজিক রীতিনীতি সবার পালন করা উচিত।
অনুষ্ঠানে প্র্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার এবং উদ্বোধক হিসেবে উপস্থিত রয়েছেন চাকমা সার্কেল চীফ রাজা ব্যারিস্টার দেবাশীষ রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য দেব প্রসাদ দেওয়ান ও নুয়ারাম চাকমা সাহিত্য বা এর সভাপতি ইনজেব চাকমা এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রীদি সুদোম জধার সভাপতি রিনেল চাকমা।
রিদি সুদোম যোদার এক বছর পূর্তিতে নন্দিত কন্ঠশিল্পী রুবেল চাকমার কন্ঠে একটি জনপ্রিয় চাকমা গান।
অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন, কাজল তালুকদার, রাজা দেবাশীষ রায়, রিনেল চাকমা ও বিজ্ঞান্তর তালুকদার।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন, রুবেল চাকমা, পার্কি চাকমা, জোনাকি চাকমা, অনন্যা চাকমা, অজিত দেওয়ান ও জলিপ্রু মারমা । এ ছাড়া একটি নাটিকা উপস্থাপন করা হয়। নাটিকাটি পরিচালনা করেন নিরুপম চাকমা ।
উদ্বোধনী যন্ত্রসংগীতে ডোল সবিচ চাকমা, বাঁশি ধারশমনি চাকমা, ধুধুক সুনন্তা চাকমা ও রিগেন চাকমা। হেঙগরঙ স্বপ্না চাকমা ও রিমা চাকমা, শিঙা অনিক চাকমা ও অন্বেষা চাকমা।
গেংখুলী, উবোগীদ ও টেঙাভাঙা গীদ পরিবেশন করেন অনন্ত রঞ্জন চাকমা, রুবেল চাকমা, অনন্যা চাকমা, অজিত দেওয়ান ও বর্ষা চাকমা।
চাকমা গানে নৃত্য পরিবেশন করেন, তারণ্য চাকমা সুপ্রিয়া চাকমা, আনন্দ চাকমা, মেকি চাকমা জিত চাকমা, অংক্রাচিং মারমা ও শুভ্রা চাকমা।
শুভেচ্ছা বক্তব্যে বিজ্ঞান্তর তালুকদার রীদি সুদোম জধার আত্ম প্রকাশের প্রেক্ষাপট তুলেন ধরেন এবং বিগত এক বছরের কার্যক্রম বর্ণনা দেন।
রিনেল চাকমা অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে রাজা দেবাশীষ রায় ও জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উপস্থিত সকল অভিভাবক, সদস্য ও শুভাংখীদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হীরা চাকমা ও অনন্ত রঞ্জন চাকমা। সাউন্ড সিস্টেম পরিচালনায় গিরিঝংকার।
রোহিঙ্গা প্রত্যাবাসন এখন অনেকটাই জটিল হবে বলে মনে করছেন নিরাপত্তা ও কূটনৈতিক বিশ্লেষকরা। রাখাইন রাজ্যে অস্থিরতার কারণে বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তাও ঝুঁকিতে পড়েছে। তাই সীমান্তে...
রাজধানীর হাজারীবাগ বাজারে আগুন লাগা একটি ট্যানারি গোডাউনটির ভবনে কোন ধরনের অগ্নিনিরাপত্তাই ছিল না। অথচ, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের জন্য ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বেশ...
আগামী বৃহস্পতিবার জুলাই ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় বৈঠক করবে অন্তর্বর্তী সরকার। কী থাকবে সেই ঘোষণাপত্রে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনও ঐক্যমত হয়নি। তবে বিএনপি...