রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চৌধুরী হেফাজতে

0
31
অনির্বান চৌধুরী, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জিজ্ঞাসাবাদের জন্য রাঙামাটি জেলায় কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) অনির্বান চৌধুরীকে হেফাজতে নেওয়া হয়েছে। আজ রোববার বেলা আড়াইটার দিকে রাঙামাটি পুলিশ সুপার কার্যালয় থেকে তাঁকে হেফাজতে নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অনির্বান চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করবেন। এ জন্য তাঁকে পুলিশের হেফাজতে নেওয়া হয়। আজই তাঁকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে।

পুলিশ সূত্র জানায়, অনির্বান চৌধুরী ৩০তম বিসিএসের (পুলিশ ক্যাডার) মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে চাকরিজীবন শুরু করেন। ২০২২ সালের সেপ্টেম্বরে তিনি অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে নরসিংদী জেলা পুলিশে যোগ দেন। গত বছরের জুলাই ও আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে তিনি নরসিংদীতে কর্মরত ছিলেন। পরবর্তী সময়ে গত বছরের ৭ অক্টোবর তিনি রাঙামাটি জেলা পুলিশে যোগ দেন। বর্তমানে তিনি রাঙামাটিতে অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) হিসেবে কর্মরত রয়েছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.