ঢাকার মিরপুর-১০ নম্বরে ছাত্রদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ চলছে। আন্দোলনরত ছাত্ররা মিরপুর-১০ নম্বর দখলে নেওয়ার পর ছাত্রদের ওপর হামলা করেছে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা।
পুলিশ টিয়ার শেল ছুড়ে ও গুলি করে ছাত্রদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে।
সংঘর্ষের এলাকায় রাস্তায় আগুন ধরিয়ে দেওযা হয়েছে। কমপক্ষে পাঁচটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ-বিজিবি-র্যাব ও সোয়াটের ন্যক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করা এবং কোটাব্যবস্থার যৌক্তিক সংস্কারের দাবিতে আজ বৃহস্পতিবার ‘কমপ্লিট শাটডাউন’ পালন করছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এই কর্মসূচি চলাকালে শুধু হাসপাতাল, গণমাধ্যমসহ অন্যান্য জরুরি সেবা ছাড়া সবকিছু বন্ধ থাকবে।