যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুক হামলা, নিহত ৩

0
10
যুক্তরাষ্ট্রের উইসকনসিনে একটি স্কুলে বন্দুক হামলা
যুক্তরাষ্ট্রের উইসকনসিনে একটি স্কুলে বন্দুক হামলায় তিনজনের প্রাণহানি ঘটেছে। এ ছাড়া আহত হয়েছেন আরও ছয়জন।
 
সোমবার (১৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
 
প্রতিবেদন অনুযায়ী, সোমবার দুপুরে ম্যাডিসনের অ্যাবানড্যান্ট লাইফ ক্রিশ্চিয়ান স্কুলে বন্দুক হামলা চালানো হয়। এলোপাতাড়ি গুলিতে এই হতাহতের ঘটনা ঘটে।
 
নিহতদের মধ্যে একজন ওই স্কুলের শিক্ষক ও একজন শিক্ষার্থী রয়েছেন। নিহত অপরজন সন্দেহভাজন বন্দুক হামলাকারী বলে ধারণা করছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।
 
ম্যাডিসন শহরের পুলিশ প্রধান শন বার্নস বলেছেন, নিহত সন্দেহভাজন বন্দুকধারী একজন কিশোরী। পুলিশ তাকে মৃত অবস্থায় পেয়েছে। তবে তার বিষয়ে বিস্তারিত জানা যায়নি। হামলার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তারা স্কুলের আশপাশের রাস্তা বন্ধ করে দেয়।
 
উইসকনসিনের গভর্নর টনি এভারস বলেছেন, এমন ঘটনা ব্যাখ্যা করার মতো কোনো শব্দ খুঁজে পাচ্ছি না। একজন বাবা, একজন দাদা ও একজন গভর্নর হিসেবে এটা আমার কাছে অচিন্তনীয় যে একজন শিক্ষক বা একজন শিক্ষার্থী সকালে ঘুম থেকে উঠে স্কুলে যাবে এবং সে আর কখনো ফিরে আসবে না!
 
এ ঘটনায় আগামী ২২ ডিসেম্বর রাজ্যে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার ঘোষণা দিয়েছেন তিনি।
 
এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও। তিনি বলেছেন, এখনই কংগ্রেসে আমাদের আইন করা উচিত। এটা অপ্রত্যাশিত যে আমরা আমাদের বাচ্চাদের বন্দুক সহিংসতা থেকে রক্ষা করতে পারছি না। এভাবে চলতে দেওয়া যায় না।
 
এদিকে ম্যাডিসন পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, সোমবারের এ ঘটনায় তদন্ত চলছে। নতুন কোনো তথ্য পেলেই তা প্রকাশ করা হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.