যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে কমবয়সী প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট

0
18
ক্যারোলিন লেভিট

মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে কমবয়সী প্রেস সেক্রেটারি পেলো হোয়াইটহাউজ। মুখপাত্র হিসেবে নিয়োগ দেয়া হয়েছে ২৭ বছর বয়সী ক্যারোলিন লেভিটকে। শুক্রবার (১৫ নভেম্বর) যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে মনোনয়ন দেন। খবর এপি।

এর আগে, সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি ছিলেন ১৯৬৯ সালে রিচার্ড নিক্সনের প্রশাসনে ২৯ বছর বয়সী রোনাল্ড জিগলার। তবে ট্রাম্প প্রশাসন সেই রেকর্ড ভেঙে লেভিটকে নিয়োগ দিয়ে ইতিহাস গড়েছে।

ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে বলেন, আমার ঐতিহাসিক প্রচারাভিযানে জাতীয় প্রেস সেক্রেটারি হিসেবে ক্যারোলিন লেভিট একটি অসাধারণ কাজ করেছেন । তিনি হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন এটা ঘোষণা করতে পেরে আমি খুবই আনন্দিত।

ক্যারোলিন লেভিট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ট্রাম্পকে উত্তর দিয়ে বলেছেন, আমাকে বিশ্বাস করার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প আপনাকে ধন্যবাদ।

উল্লেখ্য, এবারের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান শিবিরের নির্বাচনী ক্যাম্পেইনের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন ক্যারোলিন। বর্তমান প্রেস সেক্রেটারি ক্যারিন জ্যঁ পিয়েরের স্থলাভিষিক্ত হবেন তিনি। নিউ হ্যাম্পশায়ারের সেইন্ট আনসেল্ম কলেজে থেকে যোগাযোগ ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পড়াশোনা করেছেন ক্যারোলিন লেভিট।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.