যুক্তরাজ্যে ঈদুল আজহা উদযাপিত

0
739
রোববার লন্ডনসহ দেশটির বিভিন্ন মসজিদ ও খোলা পার্কে সমবেত হয়ে মুসলমানরা ঈদুল আজহা’র নামাজ আদায় করেন।

যথাযোগ্য মর্যাদায় যুক্তরাজ্যে পালিত হয়েছে মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা।

রোববার লন্ডনসহ দেশটির বিভিন্ন মসজিদ ও খোলা পার্কে সমবেত হয়ে মুসলমানরা ঈদুল আজহা’র নামাজ আদায় করেন।

লন্ডনের ইষ্ট লন্ডন মসজিদ, ব্রিকলেন মসজিদ, মাইলেন্ড পার্ক, ওয়ানস্টেড রাগবি ক্লাব ফিল্ডসহ বিভিন্ন স্থানে অনুষ্টিত হয় ঈদের প্রধান প্রধান জামাত। বড় বড় মসজিদগুলোতে একাধিক জামাতে অংশ নেন নারী-পুরুষ নির্বিশেষে মুসল্লিরা।

ঈদের খুতবায় বিশ্ব মুসলিম উম্মার সুখ, শান্তি ও উন্নতি কামনা করে করা হয় বিশেষ মোনাজাত। বাংলাদেশিসহ মুসলমান অধ্যুষিত এলাকাগুলোতে ঈদের ছিল এক আলাদা আমেজ।

পূর্ব লন্ডনের বাঙালি অধ্যুষিত এলাকায় ঈদের আমেজ ছিল অনেকটা বাংলাদেশের মত। রং বেরংয়ের পোষাক পড়ে রাস্তায় ছোট ছোট বাচ্চাদের চলাচল, মসজিদগুলোর সামনে মুসল্লিদের সমাবেশ, বাড়িতে বাড়িতে আত্মীয় স্বজনের আনাগোনা টাওয়ার হ্যামলেটস এলাকায় এনে দেয় ঈদের আলাদা এক আমেজ।

সাধারণত দেশে কোরবানি দিলেও প্রবাসীদের অনেকে এখানেও কোরবানি দিয়েছেন। ব্রিকলেন ও ইষ্ট লন্ডন মসজিদে সকাল সাড়ে ৭টা থেকে শুরু করে একঘন্টা পর পর বেলা সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হয় ঈদের জামাত। এ দুটো মসজিদেই মূলত কমিউনিটির শীর্ষস্থানীয় ব্যক্তিরা নামাজ আদায় করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.