যা আছে, সবই প্রাপ্তি : মম

0
193
অভিনেত্রী জাকিয়া বারী মম

চলতি বছরের শুরু থেকেই অবশ্য দারুণ সময় কাটাচ্ছেন মম। গত ফেব্রুয়ারিতে ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে মুক্তি পেয়েছে সাহসিকা টু। ওয়েব ছবিটিতে বৈবাহিক ধর্ষণের শিকার নারীর চরিত্রে তাঁর অভিনয় প্রশংসা কুড়াচ্ছে। তাঁর প্রশংসায় ফেসবুকেও সরব হয়েছিলেন অনেক দর্শক।

‘রেডিও’ –তে রিয়াজ ও মম

‘রেডিও’ –তে রিয়াজ ও মম
ছবি : সংগৃহীত

সর্বশেষ কাজ ‘রেডিও’ নিয়ে তিনি জানালেন, এখনো ছবিটি হলে গিয়ে দেখা হয়নি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের প্রেক্ষাপটে নির্মিত ছবিটি নিয়ে তিনি বলেন, ‘আশা করি, দর্শক হলে এসে ছবিটি দেখবেন।’ মমর প্রথম ছবি ‘দারুচিনি দ্বীপ’-এ তাঁর নায়ক ছিলেন রিয়াজ। ১৬ বছর পর মুক্তি পাওয়া ‘রেডিও’তে আবারও প্রথম নায়কের সঙ্গে কাজ করলেন তিনি, ‘উনি তো ভালো অভিনেতা। ওনার সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও খুবই ভালো।’

‘ওরা ৭ জন’-এর পর ‘রেডিও’—একই মাসে মুক্তি পেল মুক্তিযুদ্ধ নিয়ে মমর দুই সিনেমা। অভিনেত্রী বলেন, ‘নিজের কাজটা করার চেষ্টা করেছি, অনুভূতিটা শব্দে ব্যাখ্যা করতে পারব না।’ ওরা ৭ জন-এ ডা. অপর্ণা হয়ে ওঠার গল্প বলতে গিয়ে তিনি আরও বললেন, ‘অপর্ণার চরিত্র নিজের মধ্যে ধারণ করার চেষ্টা ছিল। আমি কতটুকু পেরেছি, যাঁরা সিনেমাটি দেখেছেন, তাঁরা ভালো বলতে পারবেন।’ কথায়–কথায় জানালেন, ছবিটিতে তাঁর অভিনয় যাঁরা প্রেক্ষাগৃহে দেখতে এসেছেন, তাঁরা প্রশংসা করেছেন।

 ‘মারকিউলিস’-এ মম

‘মারকিউলিস’-এ মম
ছবি : চরকির সৌজন্যে

মমকে সামনে চরকির ওয়েব সিরিজ ‘মারকিউলিস’-এ দেখা যাবে। মুক্তির অপেক্ষায় থাকা সিরিজটি নিয়ে অবশ্য এখনই মুখ খুলতে নারাজ তিনি, ‘চরিত্রটি নিয়ে এখনই কিছু বলব না। আমি চাই, দর্শক সেটা দেখবেন, দেখে তাঁরা বলবেন। আমার কাজ তো অভিনয়। এই সিরিজেও আমার কাজটা করেছি।’

প্রায় ১৭ বছরের ক্যারিয়ার। টিভি তো বটেই, চলচ্চিত্র, ওটিটিতেও নানা বৈচিত্র্যময় চরিত্র করে প্রশংসা কুড়িয়েছেন জাকিয়া বারী মম। জানালেন, দীর্ঘ ক্যারিয়ার নিয়ে তাঁর অপ্রাপ্তি কিছু নেই, যা আছে, সবই প্রাপ্তি।

মম এখন ঈদনাটকের কাজ নিয়ে ব্যস্ত। আবুল হায়াতের পরিচালনায় ‘ওলটপালট’ নাটক করেছেন। কথায়–কথায় নির্মাতাকে প্রশংসায় ভাসালেন জ্যেষ্ঠ এ অভিনয়শিল্পী, ‘এই সময়েও তাঁর যে এনার্জি, যে প্ল্যানিং, আমাদের প্রতি যে কেয়ার…উনি অবশ্যই আমাদের জন্য বিশাল একটা প্রেরণা।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.