সীমান্ত হত্যা বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের কথাবার্তা হয়েছিল। সেখানে আমরা স্পষ্টভাবে বলেছিলাম, তারাও তাতে অভিন্ন অভিমত দিয়েছিল। তারা সীমান্ত হত্যা কমাবে, সীমান্তে যে নাশকতামূলক কর্মকাণ্ড হয়, সেগুলো বন্ধ করবে বলেছিল। তাঁরা আহ্বান করেছিল, সীমান্তে অবৈধ চলাচল যেন না হয়। তারা বলেছিল, সীমান্তে তারা যে ধরনের হাতিয়ার (মারণাস্ত্র) ব্যবহার করে, সেগুলো করবে না। এখন অনেক স্থানে আর মারণাস্ত্র ব্যবহার করা হচ্ছে না। যেসব স্থানে ব্যবহার করা হচ্ছে, সেখানে বিজিবি-বিএসএফ বৈঠক করে তা বন্ধ করার ব্যাপারে আলোচনা করছে।’
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মাঠপর্যায়ের কার্যক্রমকে আরও গতিশীল ও যুগোপযোগী করার জন্য বাংলাদেশের ১৩টি উপজেলায় উপজেলা আনসার ও ভিডিপি মডেল ভবন নির্মাণের কার্যক্রম চলছে। ৯টি উপজেলা আনসার ও ভিডিপি ভবনের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। এর মধ্যে রাজশাহী জেলার বাঘা ও তানোর উপজেলার ভবন আজ উদ্বোধন করা হলো।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আনসার ও ভিডিপি একটি বিরাট বাহিনী। যখন যেখানে সরকারের প্রয়োজন, তাদের ব্যবহার করা হয়। প্রতিটি বাহিনী অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করছে। আনসার ও ভিডিপি অন্যতম। নির্বাচনে যখন পুলিশ দেওয়া যায় না, তখন আনসার দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আদিবা আনজুম, আনসার বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল নাজমুল হাসান, ডিআইজি আবদুল বাতেন, জেলা পুলিশ সুপার এ বি এম মাসুদ, বাঘা উপজেলার চেয়ারম্যান মো. লায়েব উদ্দীন, বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার প্রমুখ।