রাজধানীর যাত্রাবাড়ীতে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোর ও গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে পৃথক দুর্ঘটনা দুটি ঘটে। নিহত দুজন হলেন—মিরাজ মিয়া (২৫) ও মো. সেলিম (২৩)। দুজনের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক মো. তুহিন মিয়া বলেন, আজ ভোর পৌনে পাঁচটার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তা মোড় এলাকায় একটি বাস পথচারী মিরাজ মিয়াকে পেছন থেকে চাপা দেয়। পরে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়েছে। নিহত মিরাজ একটি পোশাক কারখানায় কাজ করতেন। তিনি চাঁদপুর জেলার মো. লোকমান মিয়ার ছেলে।
এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল দিবাগত রাত দুইটার দিকে যাত্রাবাড়ীর মাতুয়াইলের হাসেম সড়কে যাত্রীবাহী একটি বাস একটি রিকশাকে ধাক্কা দেয়। এতে রিকশার দুই যাত্রী সেলিম ও সাদ্দাম রাস্তায় পড়ে যান। তাঁদের আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিচিৎসক সেলিমকে মৃত ঘোষণা করেন। সাদ্দাম প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
সেলিম নিহত হওয়ার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন সময় পরিবহনের বাসচালক মো. সজীব। তিনি বলেন, সেলিম পেশায় বাসচালক আর সাদ্দাম তাঁর সহকারী হিসেবে কাজ করেন। রাতে বাস বন্ধ করে তাঁরা যাত্রাবাড়ী থেকে শনিরআখড়ার বাসায় ফিরছিলেন। সেলিমের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়।