যমুনা ব্যাংকে নেবে ম্যানেজমেন্ট ট্রেইনি, বেতন ৬০,০০০, লাগবে না অভিজ্ঞতা

0
231
চাকরি, মডেল: নুসরাত ও সিফাত

বেসরকারি যমুনা ব্যাংক লিমিটেড কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি ম্যানেজমেন্ট ট্রেইনি ও প্রবেশনারি অফিসার পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

  • পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি/প্রবেশনারি অফিসার
    পদসংখ্যা: অনির্ধারিত
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে অন্তত চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। স্নাতক পর্যায়ে প্রথম শ্রেণি বা সিজিপিএ ৪–এর স্কেলে ৩ থাকতে হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫–এর স্কেলে ৪ থাকতে হবে। ইতিবাচক মানসিকতা ও সমস্যা সমাধানের দক্ষতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। অভিজ্ঞতার প্রয়োজন নেই।

বয়সসীমা: ২০২৩ সালের ২৭ এপ্রিল প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে।
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে
বেতন: এক বছর প্রবেশনকালে ম্যানেজমেন্ট ট্রেইনি পদের মাসিক বেতন ৬০ হাজার টাকা ও প্রবেশনারি অফিসার পদের মাসিক বেতন ৪৫ হাজার টাকা । প্রবেশনকাল শেষে ম্যানেজমেন্ট ট্রেইনি ও প্রবেশনারি অফিসার যথাক্রমে ফার্স্ট এক্সিকিউটিভ অফিসার ও অফিসার (জেনারেল) পদে প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধাসহ বেতন–ভাতা প্রাপ্য হবেন।

শর্ত
ম্যানেজমেন্ট ট্রেইনি/প্রবেশনারি অফিসার পদে নিয়োগপ্রাপ্তদের এই ব্যাংকে অন্তত পাঁচ বছর চাকরির নিশ্চয়তা দিয়ে বন্ডে সই করতে হবে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের যমুনা ব্যাংকের ওয়েবসাইটের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ২৭ এপ্রিল ২০২৩।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.