ম্যানেজারকে দেশে পাঠিয়ে দিচ্ছে অলিম্পিক অ্যাসোসিয়েশন

0
183
ম্যানেজার ইকবাল হোসেন

এশিয়ান গেমসে ব্যর্থতার সঙ্গে দেশকে বড় লজ্জায় ডুবিয়েছেন কারাতে ফেডারেশনের দুই কর্মকর্তা কোচ মোয়াজ্জেম হোসেন সেন্টু আর ম্যানেজার ইকবাল হোসেন। তাদের গাফিলতির কারণে বৃহস্পতিবার পুরুষ ব্যক্তিগত কারাতে ইভেন্টে অংশ নিতে নির্দিষ্ট সময়ে ভেন্যু লিন পিং স্পোর্টস সেন্টারে যেতে পারেননি কারাতেকা মোহাম্মদ হাসান খান।

প্রথমে অ্যাথলেটের ওপর দোষ চাপিয়েছিলেন দুই কর্মকর্তা। হাসানের পেটের সমস্যার কারণে নাকি বাস মিস করেছিলেন তারা। অথচ নিজেরাই ঘুম থেকে দেরিতে ওঠায় গেমস ভেন্যুতে নির্দিষ্ট সময়ে উপস্থিত হতে পারেননি হাসান। সবকিছু জেনে-শুনে কারাতে ম্যানেজার এবং কোচের গাফিলতি খুজে পেয়েছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা।

দেশে ফিরে বড় কোনো শাস্তি নেয়ার আগে দ্বায়িত্বে অবহেলা এবং দেশকে লজ্জায় ডুবানোর দায়ে আপাতত ম্যানেজার ইকবালকে দেশে ফেরত পাঠানো সিদ্ধান্ত নিয়েছেন কর্তারা। শুক্রবার টিকিট না পাওয়ায় শনিবার ম্যানেজার ইকবাল এবং কারাতেকা হাসানকে দেশে পাঠিয়ে দিচ্ছে বিও।

আরেক কারাতেকা হুমায়রা আক্তার অন্তরার খেলা থাকায় কোচ সেন্টুকে রেখে দিচ্ছেন তারা। আজ সংবাদ মাধ্যমের কাছে এমনটাই জানিয়েছেন এশিয়ান গেমসে বাংলাদেশের সেফ দ্য মিশন এ কে সরকার, ‘বিষয়টি নিয়ে আমরা খুবই বিব্রত। দেশে গেলে আমাদের অলিম্পিক অ্যাসোসিয়েশন যেকোনো সিদ্ধান্ত নিবে। তবে আপাতত আমরা ম্যানেজার এবং প্লেয়ারকে দেশে ফেরত পাঠিয়ে দিচ্ছি।’

সাখাওয়াত হোসেন জয়, হ্যাংঝু (চীন) থেকে

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.