অ্যান্ড্রয়েড ফোন থেকেও স্যাটেলাইটের মাধ্যমে বিপদ বার্তা পাঠানো যাবে

0
209
অ্যান্ড্রয়েড থেকেও স্যাটেলাইটে বিপদ বার্তা

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে চলা বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তিপণ্যের মেলা কনজ্যুমার ইলেকট্রনিক শোতে (সিইএস) অ্যান্ড্রয়েড ফোনে স্যাটেলাইটের মাধ্যমে বিপদ বার্তা পাঠানোর সুযোগ চালুর পরিকল্পনার কথা জানিয়েছে কোয়ালকম টেকনোলজিস। এ জন্য স্যাটেলাইট ফোন পরিচালনাকারী প্রতিষ্ঠান ইরিডিয়ামের সঙ্গে চুক্তিও করেছে ফোনের প্রসেসর নির্মাতা ও ওয়্যারলেস প্রযুক্তি নিয়ে কাজ করে প্রতিষ্ঠানটি।

কোয়ালকম টেকনোলজিসের তথ্যমতে, স্ন্যাপড্রাগন স্যাটেলাইটের মাধ্যমে অ্যান্ড্রয়েড ফোন থেকে জরুরি বিপদ বার্তা পাঠানো যাবে। শুধু তা–ই নয়, মুঠোফোন এবং ইন্টারনেট নেটওয়ার্ক না থাকলেও অন্যদের পাঠানো বার্তা পড়ার সুযোগ মিলবে। ইরিডিয়ামের প্রযুক্তিসুবিধা এবং স্ন্যাপড্রাগন ফাইভজি মডেমের মাধ্যমে স্যাটেলাইটের মাধ্যমে বার্তা লেনদেন করা হবে। এ বছরের শেষ নাগাদ নির্দিষ্ট দেশে এ সুবিধা পাওয়া যাবে। তবে সব ফোনে এ সুবিধা মিলবে না, এ জন্য অবশ্যই নির্দিষ্ট প্রসেসরে চলা হালনাগাদ মডেলের ফোন ব্যবহার করতে হবে।

উল্লেখ্য, গত বছরের নভেম্বর মাসে যুক্তরাষ্ট্র ও কানাডার নির্দিষ্ট অঞ্চলে ইমার্জেন্সি এসওএস সুবিধা চালু করে অ্যাপল। এ সুবিধা কাজে লাগিয়ে আইফোন ১৪ সিরিজের আইফোন ব্যবহারকারীরা স্যাটেলাইটের মাধ্যমে জরুরি বিপদ বার্তা পাঠাতে পারেন। এরই মধ্যে কয়েকজন আইফোন ব্যবহারকারীর জীবন বাঁচাতে সাহায্য করেছে অ্যাপলের ইমার্জেন্সি এসওএস সুবিধা। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.