মেয়েদের বিপিএল চান রুমানা

0
536
বাংলাদেশ নারী ক্রিকেটার রুমানা আহমেদ।
মাশরাফি-সাকিব-তামিমদের জন্য বিপিএল আছে। রুমানা-সালমাদের জন্য নেই এ ধরনের কোনো টুর্নামেন্ট। রুমানা বলছেন, বিসিবি মেয়েদের জন্যও ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট আয়োজন করতে পারে।

কদিন ধরেই বিপিএল নিয়ে অনেক আলোচনা। টাকার ছড়াছড়ি, তারকাদের হাট বসে যে টুর্নামেন্টে—রুমানা-সালমা-জাহানারাদের কি আফসোস হয়, তাঁরাও যদি খেলতে পারতেন এমন একটা টুর্নামেন্ট!

ভারতে মেয়েদের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট আছে। এ বছরের মে মাসে মেয়েদের আইপিএলে খেলে এলেন জাহানারা আলম। মেয়েদের আইপিএল সংস্করণ হিসেবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জকে প্রতিষ্ঠা করার অনেক উদ্যোগ ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই)। অস্ট্রেলিয়ায় মেয়েদের বিগ ব্যাশ শুরু হয়েছে তো আরও অনেক আগে। বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের অধিনায়ক রুমানা আহমেদ মনে করেন, বিপিএলের আদলে মেয়েদের জন্যও ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট আয়োজন করা যেতে পারে।

বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে সবচেয়ে বড় সাফল্য এসেছে নারী ক্রিকেট দলের সৌজন্যেই। গত বছর ভারতকে হারিয়ে এশিয়া কাপ জিতেছিলেন রুমানারা। এশিয়া কাপের এ সাফল্য অবশ্য ধরে রাখা যায়নি ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে। এ বছরও তাই বাছাই পর্ব খেলতে হচ্ছে বাংলাদেশকে, এ মাসের শেষ দিকে যেটি শুরু হবে স্কটল্যান্ডে। আন্তর্জাতিক ম্যাচই বাংলাদেশের নারী ক্রিকেটাররা খেলেন কালেভদ্রে। এর বাইরে ২০ ওভারের ক্রিকেট তো দূরে থাক। রুমানা তাই মনে করেন, মেয়েদের স্কিলে উন্নতি আনতে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি আয়োজন করতে পারে বিসিবি।

কাল বিসিবিতে সাংবাদিকদের রুমানা বলেছেন, ‘‘আমরা এখনো অনেক পিছিয়ে আছি। এ বছর এখন পর্যন্ত কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলিনি। আন্তর্জাতিক ম্যাচ সংখ্যায় পিছিয়ে আছি, সেখানে নারীদের বিপিএল চিন্তাই করতে পারি না! তারপরও মনে হয় এমন একটা টুর্নামেন্ট শুরু করতে পারলে আমরা আরও দ্রুত উন্নতি করব।’’

মেয়েদের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টের আয়োজন করতে গেলে অনেক বিষয় সামনে চলে আসবে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, ফ্র্যাঞ্চাইজির স্বত্বাধিকারীরা যে টাকা খরচ করে দল গড়বে, এত মান সম্মত ক্রিকেটার কি আছে দেশে? রুমানা মনে করেন প্রতিভাবান নারী ক্রিকেটারের ঘাটতি নেই, ‘আমরা এশিয়া কাপ জিতেছি, আমাদের লক্ষ্য অনেক বড়। ভারতে দেখেছি যে ওরা তিনটা দল নিয়ে টুর্নামেন্ট শুরু করেছে। এ বছর ওরা আরও দল বাড়াবে। ওদের লক্ষ্য ধীরে ধীরে বড় হচ্ছে। আমরা যদি ছোট পরিসরে শুরু করতে পারি তাহলে আমরাও একটা সময়ে ভালো জায়গায় যেতে পারি। আমাদের আগে বলা হতো যে ক্রিকেটার নেই। এবারও মেয়েদের প্রিমিয়ার লিগে ১২টা দল খেলেছে। এখান থেকে যদি ভালোভাবে বাছাই করা হয় তবুও চারটা দল হবে। আশা করি আমাদের নীতিনির্ধারকেরা এটা নিয়ে ভাববেন। এমন টুর্নামেন্ট আমাদের দরকারও।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.