মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে ১৭ জন বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (১ আগস্ট) দুপুরে ১টায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকে এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।
এদের মধ্যে ৮ জন পুরুষ,৫ জন মহিলা এবং ৪ জন শিশু রয়েছে।
বিজিবি জানায়, এই ১৭ বাংলাদেশি বিভিন্ন সময়ে সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করেছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। পরে তাদের থানায় হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গায়-৬ ব্যাটালিয়নের সহকারী পরিচালক হায়দার আলী।
এ বিষয়ে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, বিজিবি ১৭ জন বাংলাদেশি নাগরিককে থানায় হস্তান্তর করেছে।