সেমিফাইনালে প্রথমার্ধে ২-০ গোলের লিড নিয়েছে আর্জেন্টিনা

0
151
গোলের পর মেসির উদ্‌যাপন, ছবি: রয়টার্স

কাতার বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রথমার্ধে ২-০ গোলের লিড নিয়েছে আর্জেন্টিনা।

ম্যাচের ৩৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন লিওনেল মেসি। হুলিয়ান আলভারেজ পেনাল্টি আদায় করেন। এর পাঁচ মিনিট পরেই দুর্দান্ত এক গোল করেন আলভারেজ। তরুণ এই স্ট্রাইকার নিজেদের অর্ধ থেকে বল টেনে একাই জালে জড়িয়ে দেন।

৩৬ বছরের শিরোপা খরা ঘোচানোর সুযোগ মেসিদের। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে পরিবর্তন এনেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি।

আগের ম্যাচে হলুদ কার্ডের নিষেধাজ্ঞায় থাকা আকুনার পরিবর্তে দলে মিডফিল্ডার পারেদেসকে নিয়েছেন তিনি। কার্ডের খড়গে নিষিদ্ধ গঞ্জালো মন্টিয়েলও। এছাড়াও ফরমেশনের কারণে লিসান্দ্রো মার্টিনেজের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন ত্যাগলিয়াফিকো।

চোট কাটিয়ে কোয়ার্টার-ফাইনাল দিয়ে ফেরা অ্যাঞ্জেল ডি মারিয়াকে শুরুর একাদশে পাওয়ার আশায় ছিল আর্জেন্টিনা। সেটাও হচ্ছে না। তারকা এই মিডফিল্ডারকে ছাড়াই কঠিন পরীক্ষায় নামছে আলবেলিস্তেরা।

আর্জেন্টিনা একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ, নিকোলাস ওটামেন্ডি, ক্রিস্টিয়ান রোমেরো, টাগলিয়াফিকো, মলিনা, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, এলেক্সিস ম্যাক অ্যালিস্টার, পারেদেস, লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ।

ক্রোয়েশিয়া একাদশ: ডমিনিক লিভাকোভিচ, জসকো জিভার্ডিওল, ডেজান লোভরেন, সোসা, জোসিপ জুরানোভিচ, মার্সেলো ব্রোজোভিচ, মাতেও কোভাসিচ, লুকা মডরিচ, পাসালিচ, ইভান পেরিসিচ, আন্দ্রে ক্রামারিক।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.