মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য বিক্রি, কক্সবাজারে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

0
45
কক্সবাজার শহরে তারাবনিয়ার ছড়া ও টেকপাড়া এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান
কক্সবাজার শহরে মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য বিক্রির অভিযোগে দুবাই সুপারশপসহ ২ প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
 
মঙ্গলবার (৮ অক্টোবর) সদর উপজেলার তারাবনিয়ার ছড়া ও টেকপাড়া এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে এ জরিমানা করে।
 
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হাসান-আল-মারুফ।
 
তিনি বলেন, কক্সবাজার শহরের তারাবনিয়ার ছড়া ও টেকপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তারাবনিয়ার ছড়া এলাকায় মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য বিক্রি ও খাদ্যপণ্য সংরক্ষণ করায় দুবাই সুপারশপকে ২০ হাজার টাকা ও টেকপাড়া মা স্টোরকে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
 
তিনি আরও বলেন, বাজার তদারকির অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.