ভারতে পেট্রল ও ডিজেলের দাম কমানোর ঘোষণা নিয়ে করা একটি টুইট নিজের টুইটার হ্যান্ডলে শেয়ার করে ইমরান লেখেন, ‘কোয়াডের অংশ হওয়া সত্ত্বেও ভারত যুক্তরাষ্ট্রের চাপ সামলিয়ে জনদুর্ভোগ কমাতে রাশিয়া থেকে মূল্যছাড়ে তেল কিনছে। স্বাধীন পররাষ্ট্রনীতি নিয়ে আমাদের সরকারও এভাবেই কাজ করছিল।’
ইমরান খান বিদেশি ষড়যন্ত্রে তাঁর সরকারকে ক্ষমতাচ্যুত করার অভিযোগ আবার তুলে বলেছেন, ‘মীর জাফর ও মীর সাদিকেরা পাকিস্তানে সরকার পরিবর্তনের জন্য বিদেশে চাপের কাছে মাথানত করেছে এবং এখন তারা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া অর্থনীতি নিয়ে চারপাশে মাথাকাটা মুরগির মতো দৌড়ে বেড়াচ্ছে।’
গত মাসে ক্ষমতা থেকে অপসারিত পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘আমাদের সরকারের কাছে পাকিস্তানের স্বার্থ ছিল সবার আগে। কিন্তু এখানকার মীর জাফর ও মীর সাদিকেরা বিদেশি ষড়যন্ত্রে সরকার পরিবর্তন করে নিয়ন্ত্রণহীন অর্থনীতি নিয়ে মাথাকাটা মুরগির মতো চারপাশে দৌড়ে বেড়াচ্ছে।’