মুরব্বি, মুরব্বি থেকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, সিনেমায় সময়ের গল্প

0
48
‘তাণ্ডব’–এ শাকিব খান ও সাবিলা নূর। ছবি: শাকিব খানের ফেসবুক থেকে

নায়ক বেকার। চাকরির অভাবে বিয়ে করতে পারছে না। একটা চাকরি যা–ও মেলে, দুর্নীতির কারণে বাদ পড়ে। এমন গল্প নিয়ে ঢাকাই সিনেমার অভাব নেই। নারীর প্রতি সহিংসতাও উঠে এসেছে নানাভাবে। কিন্তু এবারের ঈদের সিনেমায় নির্মাতারা সমসাময়িক রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা তুলে এনেছেন বুদ্ধিমত্তার সঙ্গে। বিনোদনের মোড়কে বার্তা দিতে চেয়েছেন তাঁরা।

শুরু করা যাক ‘তাণ্ডব’ দিয়ে। এ সিনেমায় রায়হান রাফী মূলত রাষ্ট্রীয় মদদে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম নিয়ে কড়া বার্তা দিতে চেয়েছেন। পুরো সিনেমায় উঠে এসেছে সাদাপোশাকে সাধারণ মানুষকে তুলে নিয়ে যাওয়া, আটক না দেখিয়েই রাষ্ট্রীয় বাহিনীর খুন, দুর্নীতিসহ নানা প্রসঙ্গ। সরাসরি নাম প্রকাশ না করেও নির্মাতা তুলে ধরেছেন আয়নাঘরের ভয়াবহতা, সিনেমায় যেটির নাম আয়রন সেল।

সিনেমার বেশ কয়েকটি প্রধান চরিত্রের কথা বলা, লুক, মেকআপের সঙ্গে গত সরকারের অনেক মন্ত্রীর ছায়া পাওয়া যায়। সব মিলিয়ে বলা যায় এটি সাম্প্রতিক সময়ে নির্মিত সবচেয়ে রাজনৈতিক সিনেমা। ‘তাণ্ডব’-এও আছে বেকারত্ব, দুর্নীতি প্রসঙ্গ।

‘তাণ্ডব’ সিনেমার দৃশ্যে শাকিব খান।
‘তাণ্ডব’ সিনেমার দৃশ্যে শাকিব খান।

একটা চাকরির জন্য হন্যে হয়ে ঘোরা স্বাধীন (শাকিব খান) যখন চাকরি পায়, তার খুশি দেখে কে! ঢাকা থেকে বাড়ি যাবে, বিয়েও ঠিকঠাক। পরে সে চাকরিতে যোগদান করতে গিয়ে জানে নামের মিল থাকায় ভুলক্রমে প্রজ্ঞাপনে তার নাম চলে এসেছে। কিন্তু সরকারি সেই অফিসের এক কর্মচারী তাকে জানায়, আসলে চাকরি তারই হয়েছিল, কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তা টাকা খেয়ে আরেকজনের কাছে সেটা ‘বিক্রি’ করে দিয়েছে।

ইনসাফ সিনেমায় শরীফুল রাজের সঙ্গে দেখা গেছে তাসনিয়া ফারিণকে। রাজের ফেসবুক থেকে
ইনসাফ সিনেমায় শরীফুল রাজের সঙ্গে দেখা গেছে তাসনিয়া ফারিণকে। রাজের ফেসবুক থেকে

বেকারত্ব আর দুর্নীতি এসেছে সঞ্জয় সমাদ্দারের ‘ইনসাফ’ সিনেমায়ও। সৎ পুলিশ কর্মকর্তা বাবার সন্তান ইউসুফ (শরীফুল রাজ) বিসিএস দিয়ে বড় কর্মকর্তা হতে চায়। কিন্তু দুর্নীতি তাকে খলনায়ক বানায়। সিনেমায় নির্মাতা দেখাতে চেয়েছেন সৎ পুলিশ কর্মকর্তা হলেও কীভাবে ইউসুফের বাবা (ফজলুর রহমান বাবু) ফেঁসে যায়। সংবাদপত্রের নিয়মিত পাঠক হলে আপনি বুঝে যাবেন ঘটনাগুলো এ সমাজ থেকেই নেওয়া।

সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তি, ইনফ্লুয়েন্সার হয়ে লাখো অনুসারী পাওয়ার আকাঙ্ক্ষা কীভাবে তরুণদের বিপথগামী করে, সেটা নিয়েই ঈদের আরেক সিনেমা মিঠু খানের ‘নীলচক্র’। পুরো সিনেমায় ইন্টারনেটের ভয়াল থাবা নিয়ে বার্তা দিতে চেয়ে সিনেমাটি শেষ পর্যন্ত খুব ছাপ রাখতে পারেনি, কিন্তু নির্মাতার চিন্তা খারাপ ছিল না। মুক্তির পর এমন সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সিনেমা বানানোর জন্য অনেক দর্শক নির্মাতাকে ধন্যবাদ জানিয়েছেন।

‘নীলচক্র’ সিনেমার গানের দৃশ্যে মন্দিরা ও শুভ। নির্মাতার সৌজন্যে
‘নীলচক্র’ সিনেমার গানের দৃশ্যে মন্দিরা ও শুভ। নির্মাতার সৌজন্যে

পুরুষতান্ত্রিক সমাজে নারীকে কেবল শয্যাসঙ্গী হিসেবে দেখা হয়, ঘরে-বাইরে, স্কুলে, কর্মক্ষেত্রে—সব ক্ষেত্রেই হয়রানির শিকার হতে হয়, এমন গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে সানী সানোয়ারের ‘এশা মার্ডার: কর্মফল’ সিনেমায়। সিনেমায় এশাকে (পূজা ক্রুজ) দিয়ে নির্মাতা দেখিয়েছেন নারী কীভাবে ছোটবেলা থেকেই হয়রানির শিকার হয়। স্কুলে যৌন হয়রানির শিকার হওয়ার পর কীভাবে সেটা নারীকে জীবনভর তাড়া করে বেড়ায়, সেটাও দেখিয়েছেন নির্মাতা। একই সঙ্গে দাম্পত্য কলহ, সন্তানের প্রতি অমনোযোগ কীভাবে এক মেধাবী তরুণকে মনোবিকারগ্রস্ত খুনি বানায়, সে বার্তাও দিতে চেয়েছেন নির্মাতা।

‘এশা মার্ডার: কর্মফল’–এর পোস্টার  থেকে
‘এশা মার্ডার: কর্মফল’–এর পোস্টার থেকে

এবং ‘মুরব্বি’
সামাজিক যোগাযোগমাধ্যমে বহুল চর্চিত সংলাপ ‘মুরব্বি, মুরব্বি…’-এর ব্যবহার ছিল ঈদের তিন সিনেমা ‘তাণ্ডব’, ‘ইনসাফ’ ও ‘উৎসব’-এ। তবে সংলাপটি সবচেয়ে বুদ্ধিদীপ্তভাবে ব্যবহৃত হয়েছে উৎসব-এ। বাকি দুই সিনেমায় সংলাপটির অতি ব্যবহার মাঝেমধ্যে বিরক্তি তৈরি করেছে। ‘তাণ্ডব’-এ শাকিব খান অভিনীত চরিত্রটি যখন ধর্মমন্ত্রীর চরিত্রে অভিনয় করা আফজাল হোসেনকে উদ্দেশ করে ‘মুরব্বি, মুরব্বি’ বলে, প্রথমবার বেশ মজাই লাগে। পরে যখন বারবার বলতে থাকে, সেটা অতি ব্যবহার মনে হয়।
তবে সম্প্রতি ভাইরাল সংলাপ এক ঈদের তিন সিনেমায় শুনতে পাওয়া অভিনবই বটে!

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.