মুক্তি পেল হোলি আর্টিজানের ঘটনা নিয়ে নির্মিত সিনেমা ‘ফারাজ’-এর ট্রেলার

0
200
‘ফারাজ’

ছবিটির অন্যতম প্রযোজক আরেক প্রখ্যাত নির্মাতা অনুভব সিনহা।
২ মিনিট ৬ সেকেন্ডের ‘ফারাজ’ ট্রেলার দেখলেই বোঝা যায় সিনেমাটিতে হোলি আর্টিজানে সংগঠিত ঘটনার চলচ্চিত্রায়ণ করা হয়েছে।

ট্রেলারের শুরুতেই পর্দায় লেখা ওঠে ১ জুলাই ২০১৬, ঢাকা, বাংলাদেশ। এরপরই দেখানো হয় রেস্তোরাঁ, যেখানে অনেক বিদেশির আনাগোনা। হঠাৎই সেখানে হাজির হন সন্ত্রাসীরা, এলোপাতাড়ি গুলি চালাতে থাকেন। তৈরি হয় ভয়াবহ পরিবেশ।
সঙ্গে দেখানো হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাও। প্রথমে পুলিশ, র‍্যাব পরে দেখানো হয় সেনাবাহিনীর তৎপরতাও।

বাংলাদেশের ঘটনা নিয়ে সিনেমা হলেও বলিউড সিনেমাটির সংলাপ হিন্দি, পুরো ট্রেলারে বাংলা সংলাপ ছিল না।

মুক্তি পেল হোলি আর্টিজানের ঘটনা নিয়ে নির্মিত সিনেমা ‘ফারাজ’-এর ট্রেলার

মুক্তির আগে এক বিবৃতিতে হংসল মেহতা জানান, তরুণেরা কীভাবে সহিংসতায় জড়িয়ে পড়েন, তা আবিষ্কারের চেষ্টা করেছেন সিনেমায়। সেই সঙ্গে সহিংসতার বিরুদ্ধে দাঁড়াতে অসমসাহস ও মানবতার প্রয়োজন, সে বিষয়েও আলোকপাত করা হয়েছে সিনেমায়।

প্রযোজনা করছেন অনুভব সিনহা ও ভূষণ কুমার। অনুভব সিনহা বলেন, ‘ফারাজ এমন একটি গল্প, যা বলা খুব প্রয়োজন। এ বিশ্বকে নাড়িয়ে নেওয়া ঘটনাটি সুন্দর ও নিপুণভাবে তুলে ধরেছেন হংসল।’
ছবিটি দিয়ে কারিনা কাপুরের চাচাতো ভাই জাহান কাপুর ও পরেশ রাওয়ালের ছেলে আদিত্য রাওয়ালের অভিষেক হচ্ছে। গত বছর বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে সিনেমাটির প্রিমিয়ার হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.