চলতি বছরটা ‘পাঠান’ দিয়ে দারুণ শুরু করেছেন শাহরুখ খান। চার বছর পর বড় পর্দায় তাঁর ফেরাটা হয়েছে ফেরার মতোই। রেকর্ড ব্যবসা করা ছবিটির পর চলতি বছর অভিনেতার আরও দুটি সিনেমা মুক্তি পাওয়ার কথা। ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, মুক্তির আগেই ছবি দুটির স্যাটেলাইট ও ডিজিটাল স্বত্ব ৪৮০ কোটি রুপি বা ৬৩০ কোটি টাকায় বিক্রি হয়ে গেছে।
চলতি মাসেই শাহরুখ খানের পরের সিনেমা ‘জওয়ান’-এর ট্রেলার মুক্তি পাওয়ার কথা। দক্ষিণি পরিচালক অ্যাট লি কুমারের ছবিতে শাহরুখ ছাড়ও আছেন নয়নতারা, বিজয় সেতুপতি।
অন্যদিকে, হিন্দি সিনেমার অন্যতম ব্যবসাসফল পরিচালক রাজকুমার হিরানির পরের ছবি ‘ডানকি’-তেও আছেন শাহরুখ। এতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন তাপসী পান্নু।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ‘জওয়ান’ সিনেমার ডিজিটাল, স্যাটেলাইট ও সংগীতের স্বত্ব ২৩০ কোটি রুপিতে বিক্রি হয়ে গেছে।
ভারতীয় এই গণমাধ্যম জানিয়েছে, এ অঙ্ক সম্প্রতি সময়ে বিক্রি হওয়া অন্য সিনেমার চেয়ে যথেষ্ট বেশি।
শাহরুখের দুই সিনেমার স্বত্ব যে ৬০০ কোটি টাকার বেশিতে বিক্রি হলো, এর বড় কারণ অবশ্যই ‘পাঠান’-এর ব্যাপক সাফল্য। সিদ্ধার্থ আনন্দের ছবিটি দিয়ে বলা যায়, শাহরুখের ক্যারিয়ার চাঙা হয়েছে। ২০১৮ সালে মুক্তি পাওয়া তাঁর সর্বশেষ সিনেমা ‘জিরো’ বক্স অফিসে ফ্লপ হয়। আগে মুক্তি পাওয়া ছবিগুলোর অবস্থাও খুব সুবিধার ছিল না। তবে এক ‘পাঠান’ দিয়ে যেন আগের সবকিছু পুষিয়ে দিয়েছেন অভিনেতা।