মুকেশ আম্বানি আবার ভারতের শীর্ষ ধনী, আদানিসহ অন্যরা কোথায়

0
133
ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানি ও গৌতম আদানি।

ফোর্বস ম্যাগাজিনের ভারতের শীর্ষ ১০০ ধনীর তালিকায় আবার শীর্ষে উঠে এসেছেন মুকেশ আম্বানি। এত দিন যে জায়গা ছিল আরেক ধনকুবের গৌতম আদানির। কিন্তু হিনডেনবার্গ প্রতিবেদনের জেরে গৌতম আদানির সম্পদমূল্য অনেকটা কমে যাওয়ায় তিনি দ্বিতীয় স্থানে নেমে গেছেন।

ইকোনমিক টাইমসের সংবাদে ফোর্বসের তথ্য উদ্ধৃত করে বলা হয়েছে, মুকেশ আম্বানির সম্পদমূল্য এখন ৯২ বিলিয়ন বা ৯ হাজার ২০০ কোটি ডলার। মুকেশ আম্বানি বিভিন্ন খাতে ব্যবসা সম্প্রসারণ করেছেন। গত আগস্ট মাসে তিন সন্তানকে রিলায়েন্সের পরিচালনা পর্ষদে বিনা বেতনে নিয়োগ দিয়েছেন। অর্থাৎ তিনি উত্তরাধিকার–পরিকল্পনা করে ফেলেছেন।

এদিকে গৌতম আদানি সম্পর্কে ফোর্বসের প্রতিবেদনে বলা হয়েছে, অবকাঠামো খাতের টাইকুন গৌতম আদানি গত বছর ভারতের ধনীদের তালিকায় প্রথমবার মুকেশ আম্বানিকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছিলেন। তাঁর উত্থান হয়েছিল উল্কার গতিতে। কিন্তু চলতি বছরের জানুয়ারি মাসে শর্টসেলার হিনডেনবার্গ রিসার্চের প্রতিবেদনের জেরে আদানির সম্পদমূল্য অনেকটাই কমে যায়।

প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওঠার পর গৌতম আদানি কিছুটা ঘুরে দাঁড়ালেও হিনডেনবার্গ প্রতিবেদন প্রকাশিত হওয়ার জেরে এ পর্যন্ত আদানির সম্পদমূল্য কমেছে ৮ হাজার ২০০ কোটি ডলার। আজ এই প্রতিবেদন লেখার সময় গৌতম আদানির সম্পদমূল্য ছিল ৬৮ বিলিয়ন বা ৬ হাজার ৮০০ কোটি ডলার।
দেখে নেওয়া যাক, ফোর্বস ম্যাগাজিনের ২০২৩ সালের ভারতের শীর্ষ ধনীদের তালিকায় আর কে কে আছেন:
১. মুকেশ আম্বানি: ৯ হাজার ২০০ কোটি ডলার
২. গৌতম আদানি: ৬ হাজার ৮০০ কোটি ডলার
৩. শিব নাদার: ২ হাজার ৯৩০ কোটি ডলার
৪. সাবিত্রী জিন্দাল: ২ হাজার ৪০০ কোটি ডলার
৫. রাধাকিষান দামানি: ২ হাজার ৩০০ কোটি ডলার
৬. সাইরাস পুনাওয়ালা: ২ হাজার ৭০ কোটি ডলার
৭. হিন্দুজা ফ্যামিলি: ২ হাজার কোটি ডলার
৮. দিলীপ সাংভি: ১ হাজার ৯০০ কোটি ডলার
৯. কুমার বিড়লা: ১ হাজার ৭৫০ কোটি ডলার
১০. শাপুর মিস্ত্রি ও পরিবার: ১ হাজার ৬৯০ কোটি ডলার।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.