মির্জা ফখরুল ও আব্বাসকে রাখা হয়েছে কেন্দ্রীয় কারাগারের কোয়ারেন্টিনে

0
158

এর আগে বিকেল ৪টা ১০ মিনিটের দিকে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে সিএমএম আদালতে আনা হয়। সেখানে তাঁদের রাখা হয় আদালতের হাজতখানায়। পুলিশের পক্ষ থেকে তাঁদের কারাগারে আটক রাখার আবেদন করা হয়। মির্জা ফখরুল ও আব্বাসের আইনজীবীরা জামিন চেয়ে আদালতের কাছে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিন আবেদন নাকচ করে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত বিকেল সোয়া পাঁচটার দিকে জামিনের আবেদন নাকচ করে দুজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন ।

বুধবার রাজধানীর নয়াপল্টনে পুলিশের ওপর হামলার পরিকল্পনা ও উসকানি দেওয়ার অভিযোগে বৃহস্পতিবার পল্টন থানায় করা মামলায় মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে গ্রেপ্তার দেখানো হয়। বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে নিজ নিজ বাসা থেকে এই দুই নেতাকে আটক করে পুলিশ।

আজ শুক্রবার বেলা সোয়া দুইটার দিকে ডিবির প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ সাংবাদিকদের বলেন, মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এরপর তাঁদের আদালতে তোলা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.