মিয়ানমারে জনপ্রিয় ছাত্রনেতা গ্রেপ্তার

0
48
মিয়ানমারের পতাকা, ছবি: রয়টার্স
মিয়ানমারে জান্তাবিরোধী আন্দোলনে সক্রিয় একজন জনপ্রিয় ছাত্রনেতাকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। তাঁর নাম পাইং ফিও মিন। গত বুধবার দিবাগত রাতে মিয়ানমারের বাণিজ্যিক নগরী ইয়াঙ্গুনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। ইয়াঙ্গুনের জান্তাবিরোধী জোট নামে একটি ছাত্র জোটের নেতা তিনি।
 
নান লিন নামে ওই জোটের আরেক নেতা এএফপিকে জানান, ‘দীর্ঘদিন ধরে পাইং মিনকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছিল জান্তা বাহিনী। কারণ, তিনি ছাত্র ইউনিয়নের সাবেক একজন সদস্য এবং ইয়াঙ্গুনে জান্তাবিরোধী বিক্ষোভের একজন অন্যতম নেতা।’ তবে ইয়াঙ্গুনের জান্তা কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে গতকাল বৃহস্পতিবার রাত পর্যন্ত কিছু জানায়নি।
 
সামরিক বাহিনীকে নিয়ে একটি বিদ্রূপাত্মক কবিতা লেখার অভিযোগে ২০১৯ সালে পাইং মিনের ছয় বছরের কারাদণ্ড হয়েছিল। সে সময় ক্ষমতায় ছিল অং সান সু চির নেতৃত্বাধীন সরকার। তবে ২০২০ সালে তিনি ছাড়া পান। ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর থেকেই জান্তাবিরোধী বিক্ষোভে নেতৃত্ব দিয়ে আসছিলেন পাইং।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.