সিনেমার গান শেয়ার করে পরীমনি লিখলেন, ‘এনজয়’

0
131
পরীমনি

সিয়াম ও পরীমনি অভিনীত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমা

সিয়াম ও পরীমনি অভিনীত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমা
ছবি: সংগৃহীত

পরীমনি প্রেম, বিয়ে, বিচ্ছেদসহ নানা ব্যক্তিগত বিষয় ফেসবুক পোস্টে ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেন। রাজের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গ নিয়ে আলোচনা-সমালোচনা যখন চরমে, এমন সময়ে পরী ভক্তদের সঙ্গে ভাগাভাগি করলেন তাঁর কাজের খবর। মুক্তির অপেক্ষায় থাকা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার নতুন গান আজ মুক্তি পেয়েছে। সিনেমায় প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন সিয়াম ও পরীমনি। ২০ জানুয়ারি সিনেমাটি মুক্তি পাবে। সিনেমাটির প্রচারণায় সবর রয়েছেন পরীমনি। সিনেমাটির ‘সারেং ছাড়া জাহাজ চলে’ গানটি ভাগাভাগি করে লিখেছেন, ‘এনজয়’।

গানটি গেয়েছেন শফি মণ্ডল

গানটি গেয়েছেন শফি মণ্ডল 
ছবি: সংগৃহীত

‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার এটি দ্বিতীয় গান। গানটি নিয়ে সিনেমার পরিচালক আবু রায়হান জুয়েল বলেন, ‘আমার সিনেমার প্রতিটি গানই সিচুয়েশনাল। গল্পের প্রয়োজনে গানটি। গানে সিয়াম ও পরীমনির কথোপকথন রয়েছে। এটা রাখার উদ্দেশ্য সিনেমা দেখলে দর্শক বুঝতে পারবেন আমরা কেন তা রেখেছি। গানটির মধ্য দিয়ে আমরা গল্প বলতে চেয়েছি। দেশের সংস্কৃতিতে ফোক গান গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। মানুষ ঘুরেফিরে আবার ফোক গান শুনছে। দর্শকদের কথা মাথায় রেখেই গানটি সিনেমায় স্থান পেয়েছে।’

‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবির সেটে পরীমনি-সিয়াম

‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবির সেটে পরীমনি-সিয়াম 
ছবি: সংগৃহীত

‘সারেং ছাড়া জাহাজ চলে’ গানে কণ্ঠ দিয়েছেন বাউল শফি মণ্ডল। এই গানের কথা লিখেছেন দেওয়ান লালন আহমেদ, তিনি একজন পুলিশ কর্মকর্তা। গত বছর হঠাৎই মারা যান তিনি। গানটির সুর ও সংগীত আয়োজন করেছেন ইমন চৌধুরী। এর আগে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ চলচ্চিত্রের আরেকটি গান মুক্তি পেয়েছে। মুহম্মদ জাফর ইকবালের কথায়, ‘আয় আয় সব তাড়াতাড়ি’ গানটির সুর ও সংগীত করেছেন ইমন চৌধুরী। কণ্ঠ দিয়েছেন ইমন চৌধুরী ও জয়িতা দত্ত।

পরীমনি

সরকারের অনুদানের ছবিটির চিত্রনাট্য করেছেন জাকারিয়া সৌখিন। শিশুদের ভ্রমণের গল্প নিয়ে মুহম্মদ জাফর ইকবালের উপন্যাস ‘রাতুলের রাত রাতুলের দিন’ থেকে ছবিটির চিত্রনাট্য করা। এতে আরও অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, আশীষ খন্দকার, আজাদ আবুল কালাম, কচি খন্দকার, হুরায়রা তানভীরসহ ২০ জন শিশুশিল্পী।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.